ভালোবাসা - আরফান অন্তর
দূরে আযানের মিহি সুর, বৃষ্টি কন্যারা আনমনে ঝরছে, চলছে সকালের আয়োজন। ভোরের দিকের বৃষ্টি অনেকটা আশীর্বাদ, যে মানুষটা কাল সারা রাত নির্ঘুম কাটিয়েছে, সে এখন ঘুমের টেবলেট ছাড়াই ঘুমিয়ে যাবে।
মার্সিয়ার আজ খুব ইনর্পটেন্ট একটা ক্লাস আছে, না গেলেই নয় । সেও কাথাটা মুড়ি দিয়ে বলছে, পরের ক্লাসে নোট করে নিবোক্ষন। শহর, গত রাতে যে গানটা ২লাইনের বেশী লিখতে পারেনি, রংচা আর গীটার হাতে, গানটার শেষের দিকে সে। আব্বুর অযুহাত, আজ অফিস যাবো না, কারন তার আজ কোনো অসুখ নেই!
শহরতলি র পএিকা দেওয়া লোকটা ঢাকা - চট্রগ্রাম হাইওয়েতে ইউর্টান নেওয়ার সময় তার চোখ দিগন্তে মিশে যায়, আজ নাহয় বেলা নয়টা নাগাদই পএিকা কাটতি শুরু করবে সে। কমলাপুর রেলস্টেশনের সূর্যের ও আয়োজন কম নেই, কে যেনো ওর নাম দিয়েছে সূর্য , জন্মের পর বাবা-মা কাউকেই পায়নি সে। সে ভাবে আজ সকাল না হলে কি হয় এমন। গতকালকের ৩৭টাকা এখনো আছে, মুটামুটি আজকের দিনটা কেটে যাবে ওর, ওদের চাহিদা খুব একটা বেশী না। ঔ দিনটা গেলেই হলো। তনু আজ ওর মনোবিজ্ঞান বইটা কাচে নিয়ে বসেছে, এতো সকালে ও পড়বে নাকি!
না।
বইয়ের ভেতর ও একটা চুল রেখেছে, ওর প্রিয় জনের। হাতের মুঠোয় নিয়ে ও বেলকনিতে গান গাইছে।
সিক্তা পাহাড়ের চুড়ায় একটা নামহিন পাখি, বাতাসকে বলছে এই বৃষ্টি, আমার প্রিয়তার গায়ে মেখে দিও।
আমি এই শহরে পেইংগেস্ট। চাদে উঠতে খুব মন চাইছে, কিন্তু বাড়িওলীর কড়া নিষেধ! থাকবেনা কেনো, মাস শেষে ৩৭০০টাকা বাড়ি বাড়া চুকাতেই হিমশিম খেয়ে যাই। দ্বীতলের চিলে কোঠায় থাকি, ছোট্ট ২০ইন্চির জানালা দিয়ে যতটুকু আকাশ দেখি, ওটা আমার। তাও কম করে হলেও কয়েক হাজার স্কয়ার ফিট হবে। এতো বড় আকাশের মালিক ছোট্ট একটা চাদে উঠতে পেলোনা। আমি এমনিতে বেশ ভালোই আছি আগের রাতে স্টেশন থেকে ১৫টাকার বাদাম এনেছিলাম, বেশ কয়টা আছে এখনো, শীত জানালায় বসে কার কথা ভাবছি যেনো।
অদ্ভূত!
আমার কেউ নেই!
নিজের মানুষ বলতে আসলে কিছু হয়না! কিন্তু কেউ একজন ওপাশ থেকে আমাকে ভাবছে, বিষয়টা নিষ্ঠুর সুন্দর!
১ম যেদিন ওর সাথে দেখা করবো, কড়ইফুল দিবো,
গোলাপ দিবোই না, শরৎে একগুচ্ছ কাশফুল, আর বর্ষায় কয়েকটা কড়ইফুল!
আচ্ছা, ও নিবে তো!
বৃষ্টি বাতাসে মিশে গেছে, বাতাস, মানুষ-গুলোর হৃদয়ে।
বন্দরের কাছেই ফুটেছে শুভ্রতা, শুভ্রতা নেমে আশুক মনুষ্য হৃদয়ে, ভালোবাসার জয় হোক, ভালো থাকুক দেবী!
ভালো থাকুক পৃথিবী।
শুভ সকাল বাংলাদেশ!
অন্তর সমগ্র :-
ছোট গল্প'এ অন্তর :-
০ কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
০ রবীন্দ্রনাথ ঠাকুর ও তার জনপ্রিয় কবিতা
০ জীবনানন্দ দাশ ও তার জনপ্রিয় কবিতা
মার্সিয়ার আজ খুব ইনর্পটেন্ট একটা ক্লাস আছে, না গেলেই নয় । সেও কাথাটা মুড়ি দিয়ে বলছে, পরের ক্লাসে নোট করে নিবোক্ষন। শহর, গত রাতে যে গানটা ২লাইনের বেশী লিখতে পারেনি, রংচা আর গীটার হাতে, গানটার শেষের দিকে সে। আব্বুর অযুহাত, আজ অফিস যাবো না, কারন তার আজ কোনো অসুখ নেই!
শহরতলি র পএিকা দেওয়া লোকটা ঢাকা - চট্রগ্রাম হাইওয়েতে ইউর্টান নেওয়ার সময় তার চোখ দিগন্তে মিশে যায়, আজ নাহয় বেলা নয়টা নাগাদই পএিকা কাটতি শুরু করবে সে। কমলাপুর রেলস্টেশনের সূর্যের ও আয়োজন কম নেই, কে যেনো ওর নাম দিয়েছে সূর্য , জন্মের পর বাবা-মা কাউকেই পায়নি সে। সে ভাবে আজ সকাল না হলে কি হয় এমন। গতকালকের ৩৭টাকা এখনো আছে, মুটামুটি আজকের দিনটা কেটে যাবে ওর, ওদের চাহিদা খুব একটা বেশী না। ঔ দিনটা গেলেই হলো। তনু আজ ওর মনোবিজ্ঞান বইটা কাচে নিয়ে বসেছে, এতো সকালে ও পড়বে নাকি!
না।
বইয়ের ভেতর ও একটা চুল রেখেছে, ওর প্রিয় জনের। হাতের মুঠোয় নিয়ে ও বেলকনিতে গান গাইছে।
সিক্তা পাহাড়ের চুড়ায় একটা নামহিন পাখি, বাতাসকে বলছে এই বৃষ্টি, আমার প্রিয়তার গায়ে মেখে দিও।
আমি এই শহরে পেইংগেস্ট। চাদে উঠতে খুব মন চাইছে, কিন্তু বাড়িওলীর কড়া নিষেধ! থাকবেনা কেনো, মাস শেষে ৩৭০০টাকা বাড়ি বাড়া চুকাতেই হিমশিম খেয়ে যাই। দ্বীতলের চিলে কোঠায় থাকি, ছোট্ট ২০ইন্চির জানালা দিয়ে যতটুকু আকাশ দেখি, ওটা আমার। তাও কম করে হলেও কয়েক হাজার স্কয়ার ফিট হবে। এতো বড় আকাশের মালিক ছোট্ট একটা চাদে উঠতে পেলোনা। আমি এমনিতে বেশ ভালোই আছি আগের রাতে স্টেশন থেকে ১৫টাকার বাদাম এনেছিলাম, বেশ কয়টা আছে এখনো, শীত জানালায় বসে কার কথা ভাবছি যেনো।
অদ্ভূত!
আমার কেউ নেই!
নিজের মানুষ বলতে আসলে কিছু হয়না! কিন্তু কেউ একজন ওপাশ থেকে আমাকে ভাবছে, বিষয়টা নিষ্ঠুর সুন্দর!
১ম যেদিন ওর সাথে দেখা করবো, কড়ইফুল দিবো,
গোলাপ দিবোই না, শরৎে একগুচ্ছ কাশফুল, আর বর্ষায় কয়েকটা কড়ইফুল!
আচ্ছা, ও নিবে তো!
বৃষ্টি বাতাসে মিশে গেছে, বাতাস, মানুষ-গুলোর হৃদয়ে।
বন্দরের কাছেই ফুটেছে শুভ্রতা, শুভ্রতা নেমে আশুক মনুষ্য হৃদয়ে, ভালোবাসার জয় হোক, ভালো থাকুক দেবী!
ভালো থাকুক পৃথিবী।
শুভ সকাল বাংলাদেশ!
অন্তর সমগ্র :-
ছোট গল্প'এ অন্তর :-
- তনু'র হাঁসি - আরফান অন্তর
- মৃত্যু নামা ১ - আরফান অন্তর
- অভিনয় - আরফান অন্তর
- কবিতার জন্ম - আরফান অন্তর
- মৃত্যু নামা ২ - আরফান অন্তর
- কড়ই ফুল - আরফান অন্তর
- অপেক্ষমান - আরফান অন্তর
- হাসপাতাল - আরফান অন্তর
- ভালোবাসা - আরফান অন্তর
- ঘৃনা - আরফান অন্তর
- খামখেয়ালি - আরফান অন্তর
- ২য় মৃত্যুর আগে - আরফান অন্তর
আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-
০ কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
০ রবীন্দ্রনাথ ঠাকুর ও তার জনপ্রিয় কবিতা
০ জীবনানন্দ দাশ ও তার জনপ্রিয় কবিতা
০ জয় গোস্বামী ও তার জনপ্রিয় কবিতা
০ আল মাহমুদ ও তার জনপ্রিয় কবিতা
০ আরফান অন্তর ও তার জনপ্রিয় ছোট গল্প
০ শ্রেষ্ঠ ক'জন বাঙালি লেখক
For, More Rock|Metal Video|Lyrics Song, In This Way ↓
০ আল মাহমুদ ও তার জনপ্রিয় কবিতা
০ আরফান অন্তর ও তার জনপ্রিয় ছোট গল্প
০ শ্রেষ্ঠ ক'জন বাঙালি লেখক
For, More Rock|Metal Video|Lyrics Song, In This Way ↓
কবি ও কবিতা'র জন্য [নির্মলেন্দু,রুদ্র,গোস্বামী,শহীদুল্লাহ ETC]
↓
For Internet|Outsourcing |YouTube Support ↓
[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে! তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]
আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা প্রিয় মেটাল|রক ব্যান্ড'স এর গান কিনবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
সুন্দর শব্দ চয়ন। সত্যি ভালো লিখেছেন জনাব। 🙂
ReplyDelete