তনু'র হাঁসি - আরফান অন্তর

তনু______
                      তোমার জন্য যখন এই গল্পটা লিখতে  বসলাম,  তার অনেক আগেই ঘড়ির কাটা মধ্যরাত টপকে গেছে! পৃথিবীতে খুব কম মানুষ'ই মন খুলে হাঁসতে পারে! মৃত্যুর কয়েক সেকেন্ড আগে ICU তে থাকা আগুন্তুকের শেষ হাঁসিটা কি মন খুলে হাঁসি নয়! তুমি হয়তো কথাটা মানতে চাইবে না। তনু জানো একটা নীল আকাশ আমারো ছিলো। আমিও চাইতাম দিন শেষে একটু হাঁসি! কিন্তু হাঁসির সেই সুযোগটা তেমন একটা পাইনি আমি।  তাই প্রায় সময় কেউ হাঁসলে আমি তাকিয়ে থাকি। কিন্তু, কখনো একটা এমন হাঁসি দেখিনি কাহারো মুখে, দ্বিপ্রহরে কিনবা বৃহস্পতির বিকেলে!
হাঁসি শব্দটাই আমার কাছে খুব ভয়ের একটা বিষয় ছিলো। আমি ভাবতাম তবে কি পৃথিবীর সব মানুষই.......
কিন্তু কতটা দুঃখী হতে পারে কেউ একজন!
ডিপ্রেশনে থাকা মানুষ গুলো প্রায়শই, সমাজের বাস্তবিকতায় একটা হাঁসি মুখ খোঁজে। আনমনে, নিজে নিজে।  অন্তত পক্ষে আমি তেমনি একটা হাঁসি মুখ দেখিনি কত কাল হলো!
অফলাইনের ক্লান্তি চেপে সেদিন অনলাইনে অনেক রাত জেগে ছিলাম! সারা রাত!
কিন্তু একটা তুমি! হঠাৎ'ই তুমির খোঁজ পেলাম।  অধিকিন্তু তুমিই!
হিমমমমমম, হাঁসি মুখ! একটা হাঁসি মুখ! একটা অন্যরকম ভালো লাগা, কি রকম জানি না! জানার চেস্টাও করলাম নাহ! কিন্তু, ভাবছি, কি ভাবছি তাও জানি নাহ!
ঘোরে চলে গেছি মনে হয়। মানুষ ঘোরে চলে ,  আকাশের চিলকে মনে করে সিলভার কালারের কোনো প্লেন।
একরাশ চুল, তাদের সবার আলাদা, আলাদা অহমিকা, সমপ্রিক্ত চোখদ্বয়ের নির্মম মায়া!
আহ্, তনু এভাবে মায়া চোখে হাঁসতে নেই, বিচূর্ণ হয়ে যাই আমি!  অপ্রিয় সত্য।
আমার ইচ্ছে, অনিচ্ছেরা আমার মত হয়নি! আমাকে নির্মাণের আগে, কথা হয়নি আমার; খোদার সাথে !
কথা হলে বলা যেত-
আমি তনু ভালোবাসি, তার হাঁসি কে! নিশ্চয় ভালোবাসি শব্দটা অন্তর কর্তৃক,  স্বীকৃত ভালোলাগা'র প্রত্তায়ন পএ! তোমার হাঁসি কে নিয়ে লিখলে হয়তো কয়েক রিম কাগজেও কুলোবে না! তবুও!
তনু, তুমি সিডকা পোকা দেখেছো?
একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায় তারা!
তারপর মাটি থেকে বেরিয়ে এসে চিৎকার করতে করতে ৩ দিনের মাথায় মারা যায়। তুমি হয়তো পৃথিবীর একটা সপ্তমাযার্য,  বহু কালে একবার দেখা মিললো আমার।
তনু, জানো আমি ছোট বেলা থেকে প্রায়ই একটা স্বপ্ন দেখি, সেখানে কেউ একজন এসে আমাকে বলে, তোমার চুল গুলো এলোমেলো রাখবে সব সময়, মন খারাপ হলে গান লিখবে, সেখানে আমার নাম রাখবে, সম্ভবত সে বলতো তার নাম জেরিন! কি অদ্ভুত,  একি চুল, একি চোখ,  মাথায় ফুল, সে অপ্রতুল হাঁসি।
তনু, তুমিই কি সে?
 তনু, তুমি খোঁজ নিও, তোমার নামকি কখনো ১ মূহুর্তের জন্যেও কি জেরিন রাখা হয়ছে কিনা! হবে হয়তো কিনবা না! 😞
হয়তো কোনো কশ্চিন কালে,  এই লেখাটা তুমি পড়বে,  একটা হা হা কিনবা এংগ্রি রিয়েক্ট দিয়ে মনে মনে বলবে : কি বাঝে লেখে ছেলেটা,  হিমমম ব্লক দিতে হবে,  না না রিপোর্ট দিবো 3. নাম্বার অপশন, 3. he annoyed me.
তারপর Submit.
এভাবেই হয়তো শেষ হয়ে যাবে,  হঠাৎ খুঁজে পাওয়া সেই স্বপ্ন পরির গল্প! কিনবা এপ্রিলের ২৫ তারিখে ক্যালেন্ডারের  লাল কালির দাগে! 😞
       


অন্তর সমগ্র :-
ছোট গল্প'এ অন্তর :-


আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-

[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে!  তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]

আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।

আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor

Comments

জনপ্রিয় স্ট্যাটাস↓