অপেক্ষমান - আরফান অন্তর

ভালোবাসা"রা খুব সেন্সেটিভ হয়!
আবেগে'র উপছে পড়া ভিড়ে রিয়ালিটি কে ফেলে,  ভালোবাসা'রা দূর, বহুদূর ছুটে চলে! কখনো, কখনো তারা একটু বেশি'ই স্বপ্ন দেখে বেঁচে থাকা'র! এক সাথে বাঁচার।
মেসেজে'র রিপ্লে আসার অপেক্ষায় বসে থাকা মেয়ে'টা কে হয়তো আর, অপেক্ষা কাকে বলে? শিখাতে হবে না!
রিলেশন-শিপ ক্যাটাগরি'র গ্রুফ গুলো'তে ছেলে'টাকে ম্যানশন দিয়ে মেয়ে'টা হয়তো এটাই বুঝাতে চায় ;-
                                            যে আমি তোমাকেই ভালোবাসি, ভাবি সব সময় তোমার কথাই!
গুনে গুনে হয়তো আর আবেগ হত্যা করা যাবে নাহ্!
কিন্তু, ছেলেটা নিজে'কে হত্যা করছে,  প্রতিদিন, প্রতি-মূহুর্তে, বার বার, অবিরাম!😞
মেয়ে'টার bio তে, থাকা ছেলেটার নামটা হয়তো খুব জোর, ২/৪ মাস থাকবে!
তাতে ছেলে'টার এতটুকুও আক্ষেপ নাই!
কিন্তু, তার বড্ড জানতে ইচ্ছে করছে,  সারাটা জীবন কি থাকবে সে,  মেয়ে'টার অন্তরে!
কিনবা, রাত শেষে অপ্রিয় নিরবতা'য়, সূর্য ওঠার আগে! ভিষন ভালোলাগা'য়।
মেয়ে'টার নাম্বার অফ আছে যেনে'ও বার বার,  কল করে ছেলে'টা হয়তো নিজে নিজেই সান্তনা নিচ্ছে!
আজ সন্ধ্যা নামার সাথে, ছেলে'টার জ্বরের আর্বিভাব,  আর প্রচন্ড ডিপ্রেশনে থেকে মাথা ব্যাথা, বেক-আপ দেওয়া'টা হয়তো একটু বেশিই কঠিন!
তবুও রাতে একটি বার ঃ কেমন আছো ? শব্দটা শোনার তীব্র প্রতিক্ষায়! ফোন নিয়ে অপেক্ষায়!
অপেক্ষায় থাকা ছেলে"টা যখন মাথা ব্যাথা নিয়ে ঘুমিয়ে পড়ে, তখন চার্জের সলফতায়, তার ফোনও সুইচ অফ হয়ে যায়।
কিন্তু ভাগ্যে'র কি পরিহাস! এরপর বাকী রাত মেয়ে'টা কল দেয়! এবার সে রইলো অপেক্ষায়! কল, SMS, আর মেসেঞ্জারে নক করেও ছেলেটার সাড়া না পেয়ে, ক্লান্ত ভিষন্ন মনে, অভিমানী মেসেজ দিয়ে ঘুমিয়ে পড়ে!
জানি শতাব্দী'র বেখেয়ালি গল্প হয়তো এটাই, অনেকে আবাল হয়তো হা হা রিয়েক্ট দিবে, স্বাভাবিকতা বুঝাতে অনেকেই কমেন্ট করবে ভালো লেখছেন, আর তার কাছে এটা নিছক পাগলামি ছাড়া কিছুই নয়।
কিন্তু যারা বিষয়'টার মুখ মুখি হয়েছে তাদের অনেকেই সেড রিয়েক্ট দিবে। বুঝাতে চাইবে সোসাইটি তার নিজের জায়গায় ভুল।
আমি কাউকে সমিকরন দেখাচ্ছি নাহ্। শুধু এতোটুকুই উপলব্ধ্যি করানোর চেস্টা করলাম____
                   বেঁচে থাকার খাতিরে তো আর গুনে গুনে আবেগ হত্যা করা যায় নাহ্!


অন্তর সমগ্র :-
ছোট গল্প'এ অন্তর :-


আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-

[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে!  তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]

আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।

আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor

Comments

Post a Comment

ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।

জনপ্রিয় স্ট্যাটাস↓