অনুভূতি | আমি | তুমি | বৃষ্টি | ভালোবাসি | নীরা | দেবী | মেঘ | পাগল | গল্প | কবি | কবিতা

কয়ে'ক জন লেখ/লেখিকার - শ্রেষ্ঠ কিছু লাইন


আমাDer জীবনে দুটো রেল লাইন আছে। একটা ইমোশন আরেকটি রিয়্যালিটি !
বেশিরভাগ মানুষ যেকোন একটাতে আটকে যায়। হয় খুব বাস্তববাদী হয়; কর্পোরেট ভালোবাসায় নিয়ম করে ঘড়ি ধরে চুমো খেয়ে ঘুমিয়ে পড়ে ! আর নাহয় চোখের দিকে তাকানোই যায় না-আবেগে থরথর করে কাঁপতে থাকে!!
                         -Zunayed evan


কবে কে আমার হাতে লুকিয়ে
একটি গোলাপ ফুল দিয়েছিল
বইয়ের ভাঁজে রেখে দিয়েছিল
একখানা লাজুক চিঠি,
কে বলেছিল কানের কাছে
কোকিলের মতো মাতাল করা একটি শব্দ!
সেসব কিছুই আর আমার
মনে নেই, মনে নেই।
                     -মহাদেব সাহা


আমি চাই একদিন তোমাকে খুঁজতে এসে তুমি দেখো,
এখনও দিব্যি কেমন ভালো আছো তুমি আমার ভিতরে।
আমি চাই একদিন তোমাকে খুঁজতে এসে তুমি দেখো,
আমার কাছ থেকে তুমি কখনো
যাওনি কোথাও!
                 -রুদ্র গোস্বামী



পকেটের অবস্থা ভালো নেই  ,
ইদানিং লোডশেডিং বেশি হয়!
এদিকে চাকরিটা হচ্ছে না,
বাবাটাও আজকাল কিছু বলছে না!
                                          -জুনায়েদ ইভান


মুক্তি নিবি ?
চল তোকে আজ মুক্তি দিলাম!
একা একা তুই যখনই দেখবি আকাশ,
দেখবি মেয়ে আমিই তোর আকাশ ছিলাম!
                                                  -রুদ্র গোস্বামী


নিঃশব্দের এমন রাতে বুকের মাঝে
শব্দ কেন? কোন রমনী
প্রেমের ছলে ইচ্ছে কোরে
কি মন্ত্র সে রেখে গেছে সুষমাময়
এমনতর উদ্বাস্তুর
হৃদয় নামক গোপন ঘরে !
                    -রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ


অন্য কাউকে দেখতে বলছো, কপালের টিপ ঠিক আছে কিনা !
মানুষ সরে যায়;
কপাল সরে যায়;
টিপ ঠিক করে আর কী হবে বল ?
                                     -জুনায়েদ ইভান


রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত।
যাকে নিয়ে স্বপ্ন দেখা,
সে যদি তা জানতো!"
                     -নির্মলেন্দু গুণ


আমরা আসলে যন্ত্রণা প্রজাতির ছেলে!
                                             -রুপম ইসলাম



আমি যার শিয়রে রোদ্দুর এনে দেবো বলে কথা দিয়েছিলাম
সে আঁধার ভালোবেসে রাত্রি হয়েছে ।
এখন তার কৃষ্ণ পক্ষে
ইচ্ছের মেঘ জোনাকির আলোতে স্নান করে,
অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম!
  -রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


"সস্তা চোখের বারুদে,
 দেশলাই পুড়ে ছারখার"
                           -আরফান অন্তর


আমার ঈশ্বর জানেন-
আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর অনেকদিন পর
একদিন তুমিও জানবে-
আমি জন্মেছিলাম তোমার জন্য।
"শুধু তোমার জন্য ”
                   -নির্মলেন্দু গুণ


তাহা'কে নিয়ে লেখার মতো ব্যাকরণ আমার জানা নাই!
        - আরফান অন্তর


কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,
"চলো", যেদিকে দু'চোখ যায় চলে যাই,
যাবে? ”
       -হেলাল হাফিজ


কারোর আসার কথা ছিল না
কেউ আসেনি
তবু কেন মন খারাপ হয় ?
যে-কোন শব্দ শুনেই
বাইরে উঠে যাই
কেউ নেই-
অদ্ভুত নির্জন হয় পৃথিবী
ঘুম ভাংগার ঠিক আগের মূহুর্তের
স্বপ্নে আমিও যেন সেই স্বপ্নের অন্তর্গত।
                                    -সুনীল গঙ্গোপাধ্যায়


এটা প্রস্থান নয়, বিচ্ছেদ নয়—শুধু এক শব্দহীন সবল অস্বীকার
পরিকল্পিত প্রত্যাখ্যান, এ-কোনো অভিমান নয়- ব্যর্থতা নয়।
             -রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ


"একা থাকার এই ভাল লাগায় হারিয়ে গেছি
নিঃসঙ্গতা আমাকে আর পাবেনা"
                          -রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ


হতেও তো পারে,
একদিন পাশকাটিয়ে গেলে আমাকে তুমি দেখলেই না।
হতেও তো পারে,
একদিন আমাকে দেখে তুমি চিনলেই না।
সব ভালোবাসাই তো আর দুরারোগ্য অসুখ নয় যে
মৃত্যু না দেখে ছাড়বে না।
                          -রুদ্র গোস্বামী


"অভিশাপ দিয়েছে গাঁয়ের লোক
তোর সাথে আমার ভালোবাসা
 হোক"
       -রুদ্র গোস্বামী



দেরি করে এলে যদি অপেক্ষা না করতে পারিস
কেউ আমায় ছুঁলে যদি গাল না দিতে পারিস
ভিড় বাসে আমায় জাপটে ধরে যদি আগলে না রাখতে পারিস
তবে সত্যিই তুই আমার বন্ধু প্রেমিক নোস।
                                                -রুদ্র গোস্বামী



তুই কেমন মেয়ে চাস?
-আয়না ছাড়াই সোজা টিপ পরতে পারবে,
একাই শাড়ির কুচি ঠিক করতে পারবে,
আমি বললে কাজল পরবে।
এইটুকু?
-হ্যাঁ

তোর কেমন ছেলে চাই?
-হাত ধরে দুম করে বলবে ভালোবাসি, ব্যাস।
আর?
-আর কী? তারপর দুজনেই ঠিক করে নেবো
আমাদের ভালোবাসা বেশী জরুরি না সাজ-পোশাক?
          -রুদ্র গোস্বামী



ঈশ্বর একবার আমাকে সাহসী করুক, ঠিক বলে দেবো
তোমাকে তোমার থেকে অনেক দূরে নিয়ে যেতে চাই,
যেখান থেকে আমাকে ছাড়া তুমি ফিরতে না পারো।
একমাত্র ঈশ্বরই জানে, ভালোবাসা হঠাৎ এসে সামনে দাঁড়ালে
মানুষের হৃদয়গুলো পাখির বাসার মতো কেন বোবা হয়ে যায়।
                -রুদ্র গোস্বামী


"অনেক দিন হল দেখি না
জানি না কুশল সংবাদ অথবা তুমি কেমন আছো
শুধু মাঝে মাঝে মনে হয়
আমি যেমন বেঁচে আছি তুমিও কী তেমন বিচ্ছিরি ভাবে বাঁচো?"
              -রুদ্র গোস্বামী


এ জন্মে আমার এই একটা মাত্র সাধ,
তোর ঠোঁটের শব্দে শুনতে চাই
চারটে অক্ষর অনুবাদ ...
                       -রুদ্র গোস্বামী


"গা পোড়েনি, জ্বর নয়,
তবুও বিস্বাদ মুখ।
আমাকে পেয়ে বসেছে,
তোমাকে দেখতে চাওয়ার দীর্ঘ অসুখ"
                                         -রুদ্র গোস্বামী


"তুমি ভাবছ মেঘ করেছে
বৃষ্টি পড়বে অনেকক্ষণ
আসলে তো মেঘ করেনি
মন খারাপের বিজ্ঞাপন"
                        -রুদ্র গোস্বামী



চলো হাত ছেড়ে শূন্যতা ধরে হাঁটি।
- তারপর?
তারপর ঠিক করে নেবে,
আজীবন শূন্যতা, না আমি।
                             -রুদ্র গোস্বামী


"রাস্তাঘাটে শূন্যতা খুব। বুকের ভিতর বাড়ছে তাপ।
তোর বুকেও রোদ পুড়ে যাক। তোর ভিতরেও বাড়ুক পাপ।
তোর মনে হোক পাপ করেছিস। পাপ করেছিস মিথ্যে বলে।
প্রেম করেছিস বলতে কি দোষ? প্রেম না হলে জীবন চলে?"
                -আগুন্তুক




কবি ও কবিতা'র জন্য [নির্মলেন্দু,রুদ্র,গোস্বামী,শহীদুল্লাহ ETC] ↓

For 'Rock|Metal' Song Video|Lyrics,  In This Way ↓

For Internet|Outsourcing |YouTube Support ↓

[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে!  তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]



আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা প্রিয় মেটাল|রক ব্যান্ড'স এর গান কিনবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।

আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor

Comments

  1. ভালো সংগ্রহ ❤

    ReplyDelete
  2. জুনায়েদ ইভান ভাই এর আরও কিছু লেখা চাল

    ReplyDelete
  3. ♥️♥️♥️♥️

    ReplyDelete
  4. জুনায়েদ ইভান ভাইয়ের আরো কিছু লেখা চাই!!

    ReplyDelete
  5. জুনায়েদ ইভান এর আরও লেখা চাই

    ReplyDelete

Post a Comment

ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।

জনপ্রিয় স্ট্যাটাস↓