অপেক্ষা - রুদ্র গোস্বামী





তোর চোখের মাপের 
আকাশ আমি নই
তাই উড়তে বলিনি তোকে

তোর মনের মাপের 
বাসাও নেই এ বুকে
তাই বসতে বলিনি আরবার

কিন্তু পাখি 
তবু বলি শোন-

আমার আকাশে সীমানা 
রাখিনি আমি
খাঁচাও রেখেছি খুলে

ফিরে দেখিস তোর আকাশে 
ঝড় এলে……………


রুদ্র সমগ্র :-

কবিতা'য় রুদ্র :-


আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-


[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে!  তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]

আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।

আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor

Comments

Post a Comment

ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।