Ei Obelay | এই অবেলায় | Shironamhin | Lyrics & Mp3 Tune
এই অবেলায় | Ei Obelay If you download "Ei Obelay" mp3 version |
Ei Obelay Lyrics by Shironamhin Band :
Ei Obelay Song is Sung by Sheikh Ishtiaque from Shironamhin Bangla Band. Music Tune by Kazy Ahmad Shafin And Ei Obelay Bengali Song Lyrics written by Ziaur Rahman. Starring: Shironamhin Team, Nishat Farzana Sinthy, Prantar Dastider And Aqsa Samara Karim.
Song : Ei Obelay
Band : Shironamhin
Singer : Sheikh Ishtiaque
Tune : kazy Ahmad Shafin
Lyrics : Ziaur Rahman
Sound engineer : Shafiqul Islam
Direction : Mir Shariful Karim Srabon
DOP : Saqeeb Niloy
Editing & Color Grading : Mostafa Prokash
Band Members: Ziaur Rahman, Kazy Ahmad Shafin, Diat khan
Symon Chowdhury
Ei Obelay Song Lyrics In Bengali :
এই অবেলায়, তোমারি আকাশে,
নিরব আপোষে ভেসে যায়।
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।
কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।
সেই কবেকার ভায়োলিন,
বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।
কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়।
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।
ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন।
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই।
ভীষণ কালো মেঘ,
পুড়ে ছাই আবেগে আজও তাই,
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।
এই সন্ধ্যায়, দুচোখ সাগরে,
বুকের পাঁজরে ভেসে যায়।
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।
Download Ei Obelay Mp3
Love Shironamhin 🖤
ReplyDelete♥️
ReplyDeleteThanks for 3types of collection 🖤
ReplyDelete♥️
ReplyDelete