খামখেয়ালি - আরফান অন্তর

নতুন বছর আসলে আমার মধ্যে ১ম দিকে একটা ভালো লাগা কাজ করে।
একা থার্টি ফাস্ট নাইট কাটিয়ে সকালের স্নিগ্ধতা অনুভব করবো। নতুন বছরটা নতুন করে শুরু করবো, এই রকম সাদা মাটা স্বপ্ন একটা পাগলো দেখে, নতুন কোনো পাগলামি!  😊
কিন্তু আসলে কি তেমন টা ঠিক হয় না।  আমি পারি না সমাজের অভিনয়ের সঙে মানিয়ে নিতে।  এটা কে আপনারা ব্যর্থতা বা Disability বললেও আমি সেটা মেনে নিতে পারছি না, কারন মনে করুন আপনার প্রিয় রং ধূসর কিন্তু আপনার প্রেমিকা বলল বিকেলে লাল রঙের পান্জাবী পরে আসতে। লাল কে গ্রহন না করাটা কি আপনার Disability!
আমি প্রশ্ন করতে চাইনা, ব্যপারটা আপনার ব্যক্তিগত।  ছোটো বেলায় আমি অতিত আর ভবিষৎ দু-ধরনের ভাব-সম্প্রসারনই পড়েছি। অতিত নিয়ে যখন পড়তাম তখন সেখানে লেখক অতিত শ্রেয় বলেন আর ভবিষৎের বেলা সেটা শ্রেয়, পরিক্ষায় অথবা প্রশ্নে দুটো ভাব-সম্প্রসারনই আসতো কিন্তু আমি একটাও দিতাম না। কারন এটা না যে আমি পারিনা কারন এটা যে আমার মধ্যে প্রতারণা কাজ করতো না। প্রতারনা বলছি এই  কারনে,
কারন আমি হাতিরঝিলে দাড়িয়ে কারো জন্য ১৫টাকার বাদাম খাইয়ে ভালোবাসা কিনতে জানি না।


অন্তর সমগ্র :-
ছোট গল্প'এ অন্তর :-


আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-

[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে!  তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]

আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।

আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor

Comments

Post a Comment

ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।

জনপ্রিয় স্ট্যাটাস↓