কারার ঐ লৌহ কপাট - কাজী নজরুল ইসলাম

১.
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
২.
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি! সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে!
৩.
ওরে ও পাগলা ভোলা!
দে রে দে প্রলয় দোলা গারদগুলা জোরসে ধরে হেচ্‌কা টানে!
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক,
মৃত্যুকে ডাক জীবন পানে!
৪.
নাচে ওই কালবোশাখী, কাটাবী কাল বসে কি?
দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি!
লাথি মার, ভাঙ্গরে তালা!
যত সব বন্দী শালায়- আগুন-জ্বালা, -জ্বালা, ফেল উপাড়ি।।



নজরুল সমগ্র :-


কবিতা'য় নজরুল :-


আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-

কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
জয় গোস্বামী ও তার জনপ্রিয় কবিতা
আল মাহমুদ ও তার জনপ্রিয় কবিতা
শ্রেষ্ঠ ক'জন বাঙালি লেখক


[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে!  তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]

আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।

আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে

Comments

জনপ্রিয় স্ট্যাটাস↓