হাসপাতাল - আরফান অন্তর
হাসপাতালের বেড,
সেলারিনের ঘ্রান, সাদা বেড, সারা রাত জেগে জেগে ভালো থাকা, কি বোর্ডের উল্টা পাল্টা লেখা, মোবাইলের ৭% চার্জ!
২১৭ তে এক টা হাসি কান্না।
সদ্য আসা এম্বুলেন্স এর রোগিটা।
আসলে সে মারা গেছে মিনিট ১০ আগে! কিন্তু মানুষ গুলোকে বোঝাবে কে, যতই ছবি ফ্রেমে বাধাও মৃত'রা তবু, ফিরবে না! 😞
আমি ২১৪ তে খুব ভালো আছি!
রাতে"র খাবারটা না খেলে এমন আর কিইবা হবে!
ঔষধ"টা নার্স, সকাল নাগাদ সময় করে দিয়ে যাবে হয়তো।
আমি ওদের মত না, আমার দিক থেকে আমি সুখি। 😊
কাদের মতো!?
না বলাটাই ঠিক হবে।
আমি জানি আমাকে দুঃখ গ্রাস করতে পারবে নাহ্!
সেই দৃষ্টি কোন থেকে দেখো__
আমি বহুকাল আগেই মরে গেছি!😃
হিমমমম!
আমি অভিনয় করতে জানি না, আর নাতো কাউকে দেখাতে ভালোবাসার মিথ্যা স্বপ্ন! যতটুকু পারি তা হলো নিজের সর্বোচ্ছ দিয়ে কাউকে ভালোবাসা!
একটা দেবী!
আমি নাতো কারো মিথ্যা প্রশংসা করতে পারি, যেনো সে খুশি হয়। আমার দিক থেকে, [আমি মনে করি] আমি এক আদটু গল্প লিখতে পারি, যতটুকু সম্ভব!
আমার গল্পে, আমি কাউকে নিরাশ করি না। আমার ক্ষুদ্র কাব্যে যদিও আমি নিজে নিজে নিরাশ হই! নিজের কাছে হেরে যেতে খুব ভালো লাগে, তাই না?
আমারো!
আমি হারতাম, যখন স্বপ্ন দেখতাম। দেখতাম সে আমাকে কথা দিতো কিন্তু আধৌতে সে দূষপ্রাপ্য।
আমি বহুকাল এভাবে থেকেছি, যে কয়েকটা সেকেন্ড বেঁচে ছিলাম, ইমোটিক ডিসিশনস এর কাছে বুহু বার আমি হেরেছিলাম।
এমনি তে তাকে আমি কখনো ছুঁয়ে দেখিনি, সে কি শুরু থেকেই ছিলো!?
আমি কিন্তু লিখি নিজের মতো করে নিজেকে ফাঁসিয়ে!
যতটা সম্ভব নিজেকে হারিয়ে।
আমি তার হাঁসি দেখি, দেখে উপলব্ধি করার চেস্টা করি। মাঝ রাতে কেউতো আর চা করে খাওয়াবে না, ঔষধই পাইনা যেখানে! দূর ছাই এসব না ভাবলেই তো আমার মঙ্গল।
সে যখন ডাকতো, আমি বুঝার জন্য মরিয়া হয়ে যেতাম সে কি আধৌতে আমাকে,,,,,,,,,,
যাক যাই হোক, স্বপ্ন তো স্বপ্নই! স্বপ্ন দেখতে তো, আর মানা নেই, এমন"টাই বলে প্রায় জন। লেখা লিখি তো অনেক হলো এবার না হয় স্বপ্ন দেখি। 😊
অন্তর সমগ্র :-
ছোট গল্প'এ অন্তর :-
০ কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
০ রবীন্দ্রনাথ ঠাকুর ও তার জনপ্রিয় কবিতা
০ জীবনানন্দ দাশ ও তার জনপ্রিয় কবিতা
সেলারিনের ঘ্রান, সাদা বেড, সারা রাত জেগে জেগে ভালো থাকা, কি বোর্ডের উল্টা পাল্টা লেখা, মোবাইলের ৭% চার্জ!
২১৭ তে এক টা হাসি কান্না।
সদ্য আসা এম্বুলেন্স এর রোগিটা।
আসলে সে মারা গেছে মিনিট ১০ আগে! কিন্তু মানুষ গুলোকে বোঝাবে কে, যতই ছবি ফ্রেমে বাধাও মৃত'রা তবু, ফিরবে না! 😞
আমি ২১৪ তে খুব ভালো আছি!
রাতে"র খাবারটা না খেলে এমন আর কিইবা হবে!
ঔষধ"টা নার্স, সকাল নাগাদ সময় করে দিয়ে যাবে হয়তো।
আমি ওদের মত না, আমার দিক থেকে আমি সুখি। 😊
কাদের মতো!?
না বলাটাই ঠিক হবে।
আমি জানি আমাকে দুঃখ গ্রাস করতে পারবে নাহ্!
সেই দৃষ্টি কোন থেকে দেখো__
আমি বহুকাল আগেই মরে গেছি!😃
হিমমমম!
আমি অভিনয় করতে জানি না, আর নাতো কাউকে দেখাতে ভালোবাসার মিথ্যা স্বপ্ন! যতটুকু পারি তা হলো নিজের সর্বোচ্ছ দিয়ে কাউকে ভালোবাসা!
একটা দেবী!
আমি নাতো কারো মিথ্যা প্রশংসা করতে পারি, যেনো সে খুশি হয়। আমার দিক থেকে, [আমি মনে করি] আমি এক আদটু গল্প লিখতে পারি, যতটুকু সম্ভব!
আমার গল্পে, আমি কাউকে নিরাশ করি না। আমার ক্ষুদ্র কাব্যে যদিও আমি নিজে নিজে নিরাশ হই! নিজের কাছে হেরে যেতে খুব ভালো লাগে, তাই না?
আমারো!
আমি হারতাম, যখন স্বপ্ন দেখতাম। দেখতাম সে আমাকে কথা দিতো কিন্তু আধৌতে সে দূষপ্রাপ্য।
আমি বহুকাল এভাবে থেকেছি, যে কয়েকটা সেকেন্ড বেঁচে ছিলাম, ইমোটিক ডিসিশনস এর কাছে বুহু বার আমি হেরেছিলাম।
এমনি তে তাকে আমি কখনো ছুঁয়ে দেখিনি, সে কি শুরু থেকেই ছিলো!?
আমি কিন্তু লিখি নিজের মতো করে নিজেকে ফাঁসিয়ে!
যতটা সম্ভব নিজেকে হারিয়ে।
আমি তার হাঁসি দেখি, দেখে উপলব্ধি করার চেস্টা করি। মাঝ রাতে কেউতো আর চা করে খাওয়াবে না, ঔষধই পাইনা যেখানে! দূর ছাই এসব না ভাবলেই তো আমার মঙ্গল।
সে যখন ডাকতো, আমি বুঝার জন্য মরিয়া হয়ে যেতাম সে কি আধৌতে আমাকে,,,,,,,,,,
যাক যাই হোক, স্বপ্ন তো স্বপ্নই! স্বপ্ন দেখতে তো, আর মানা নেই, এমন"টাই বলে প্রায় জন। লেখা লিখি তো অনেক হলো এবার না হয় স্বপ্ন দেখি। 😊
অন্তর সমগ্র :-
ছোট গল্প'এ অন্তর :-
- তনু'র হাঁসি - আরফান অন্তর
- মৃত্যু নামা ১ - আরফান অন্তর
- অভিনয় - আরফান অন্তর
- কবিতার জন্ম - আরফান অন্তর
- মৃত্যু নামা ২ - আরফান অন্তর
- কড়ই ফুল - আরফান অন্তর
- অপেক্ষমান - আরফান অন্তর
- হাসপাতাল - আরফান অন্তর
- ভালোবাসা - আরফান অন্তর
- ঘৃনা - আরফান অন্তর
- খামখেয়ালি - আরফান অন্তর
- ২য় মৃত্যুর আগে - আরফান অন্তর
আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-
০ কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
০ রবীন্দ্রনাথ ঠাকুর ও তার জনপ্রিয় কবিতা
০ জীবনানন্দ দাশ ও তার জনপ্রিয় কবিতা
০ জয় গোস্বামী ও তার জনপ্রিয় কবিতা
০ আল মাহমুদ ও তার জনপ্রিয় কবিতা
০ আরফান অন্তর ও তার জনপ্রিয় ছোট গল্প
০ শ্রেষ্ঠ ক'জন বাঙালি লেখক
০ আল মাহমুদ ও তার জনপ্রিয় কবিতা
০ আরফান অন্তর ও তার জনপ্রিয় ছোট গল্প
০ শ্রেষ্ঠ ক'জন বাঙালি লেখক
[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে! তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]
আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
Comments
Post a Comment
ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।