অভিনয় - আরফান অন্তর
তুমি______
মাসে'র শেষে শুকিয়ে যাওয়া ফুলদানির ফুল!
ICU তে থাকা প্রানটা আর কতটা যান্ত্রিক লাইফ সাপোর্ট সয্য করবে বল! একটা সময় এমন ছিলো যখন, হেরে যাওয়া মানুষ গুলোকে সাপোর্ট দিতো সে, আজ্ব তাকেই লাইফ সাপোর্টে রাখা হলো!
কি সাংঘাতিক!
মানুষ, তুমি ভাই, আমার সাথে আঁড়ি দাও! ওভাবে আমি ভালোবাসতে চাইনা, বেলকোনির পূর্ব পাশের টবের হাসনুহেনা তো বলেছে'ই, প্রতি রাতে সে আমাকে "তাঁর" কথা ভুলতে বাধ্য করবে!😞
"'শোন আমি, রাত২;১৩ মিনিটে একটা সরণ সভা করবো!
চারু, রুশ পাখি, দূখঃতারা, চাঁদের আলো, জোনাক পোকা, আর ঝিঝিরা থাকবে।
সভার শুরুতে মিশরের কবি রিমের 'ঘৃনা' কবিতাটা পড়া হবে!
ও,
অনয়'ও থাকবে!
সে এমনিতে প্রায়শই রাত জাগে কিন্তু একা, ছেলেটা, নিজেকে অপরাধী ভাবে। যদিও সে সিজানা'কে এখনো ভালোবাসে!
তবুও,
বাজে কথা রাখ, তুমি ভেবো না, সে গলায় ফাস দিবে :' গত কাল রাতেও সে খুন হয়েছে! প্রতি নিয়ত, বার বার!
কই, তোমার এত দরদ থাকলে তো, তাকে ভাই, একবারো বললে না,
"'এভাবে মরতে নেই! ফেঁসে যাবে শেষে। কথাটা শুনে যদিও, আমিও খিট করে হেসে ফেল্লাম।
অবশ্য, সেদিন রাতে এর জন্য সে কেঁদেছে! আসলে কান্নাটা একটা আর্ট সবাই তা পারে না। নিজে নিজে কাঁদা যা কেউ দেখেনা, বুঝেনা!
কি সাংঘাতিক! ছেলেটা এতো কেঁদেছে কই কেউ'তো জানতে"ও পারলোনা!
আর সিজানা। কিছু হলেই, কেঁদে তো, সারা বালিশ ভেঁজাবে।
বেঁচারা, আর কত সয্য করবে এসব, হুম?
এই জানো, শোন, কানে কানে, সে কিন্তু একদিন তার ভুল বুঝতে পারবে। অনয় বলেছে, এটাই নাকি নিয়ম, যেদিন ভুল বুঝবে সেদিন, হয়তো অনয় থাকবে না! সিজানা ভাববে, সে বুঝি খুব ব্যাস্ত, কিন্তু শেষ-মেশ! শেষ-মেশ সিজানা ঘুরে-ফিরে অনয়'দের পুরোনো কবর"স্থান টাতেই আসবে!
কত কথা বলতে চাইবে কিন্তু একটা কথাও বলতে পারবে না, কারন সিজানা'যে তার সাথে আড়ি জমিয়েছে! খুব আড়ি!
তুই যানিস, সিজানা, সেদিন তাঁর আড়ি ভাঁঙ্গাতে কত যে অভিনয় করবে, কিন্তু, একটুও কাজ হবে না। সে অবশ্য তখনো কাঁদবে।
কিন্তু, কবরস্থানের পেঁছাটা বলবে ; এই, এখানে অভিনয় কারা নিষেধ! প্রতারকে"র চোখে র মিথ্যা অনুনয় বড়ই বেমানান!
অন্তর সমগ্র :-
ছোট গল্প'এ অন্তর :-
০ কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
০ রবীন্দ্রনাথ ঠাকুর ও তার জনপ্রিয় কবিতা
০ জীবনানন্দ দাশ ও তার জনপ্রিয় কবিতা
For, More Rock|Metal Video|Lyrics Song, In This Way ↓
মাসে'র শেষে শুকিয়ে যাওয়া ফুলদানির ফুল!
ICU তে থাকা প্রানটা আর কতটা যান্ত্রিক লাইফ সাপোর্ট সয্য করবে বল! একটা সময় এমন ছিলো যখন, হেরে যাওয়া মানুষ গুলোকে সাপোর্ট দিতো সে, আজ্ব তাকেই লাইফ সাপোর্টে রাখা হলো!
কি সাংঘাতিক!
মানুষ, তুমি ভাই, আমার সাথে আঁড়ি দাও! ওভাবে আমি ভালোবাসতে চাইনা, বেলকোনির পূর্ব পাশের টবের হাসনুহেনা তো বলেছে'ই, প্রতি রাতে সে আমাকে "তাঁর" কথা ভুলতে বাধ্য করবে!😞
"'শোন আমি, রাত২;১৩ মিনিটে একটা সরণ সভা করবো!
চারু, রুশ পাখি, দূখঃতারা, চাঁদের আলো, জোনাক পোকা, আর ঝিঝিরা থাকবে।
সভার শুরুতে মিশরের কবি রিমের 'ঘৃনা' কবিতাটা পড়া হবে!
ও,
অনয়'ও থাকবে!
সে এমনিতে প্রায়শই রাত জাগে কিন্তু একা, ছেলেটা, নিজেকে অপরাধী ভাবে। যদিও সে সিজানা'কে এখনো ভালোবাসে!
তবুও,
বাজে কথা রাখ, তুমি ভেবো না, সে গলায় ফাস দিবে :' গত কাল রাতেও সে খুন হয়েছে! প্রতি নিয়ত, বার বার!
কই, তোমার এত দরদ থাকলে তো, তাকে ভাই, একবারো বললে না,
"'এভাবে মরতে নেই! ফেঁসে যাবে শেষে। কথাটা শুনে যদিও, আমিও খিট করে হেসে ফেল্লাম।
অবশ্য, সেদিন রাতে এর জন্য সে কেঁদেছে! আসলে কান্নাটা একটা আর্ট সবাই তা পারে না। নিজে নিজে কাঁদা যা কেউ দেখেনা, বুঝেনা!
কি সাংঘাতিক! ছেলেটা এতো কেঁদেছে কই কেউ'তো জানতে"ও পারলোনা!
আর সিজানা। কিছু হলেই, কেঁদে তো, সারা বালিশ ভেঁজাবে।
বেঁচারা, আর কত সয্য করবে এসব, হুম?
এই জানো, শোন, কানে কানে, সে কিন্তু একদিন তার ভুল বুঝতে পারবে। অনয় বলেছে, এটাই নাকি নিয়ম, যেদিন ভুল বুঝবে সেদিন, হয়তো অনয় থাকবে না! সিজানা ভাববে, সে বুঝি খুব ব্যাস্ত, কিন্তু শেষ-মেশ! শেষ-মেশ সিজানা ঘুরে-ফিরে অনয়'দের পুরোনো কবর"স্থান টাতেই আসবে!
কত কথা বলতে চাইবে কিন্তু একটা কথাও বলতে পারবে না, কারন সিজানা'যে তার সাথে আড়ি জমিয়েছে! খুব আড়ি!
তুই যানিস, সিজানা, সেদিন তাঁর আড়ি ভাঁঙ্গাতে কত যে অভিনয় করবে, কিন্তু, একটুও কাজ হবে না। সে অবশ্য তখনো কাঁদবে।
কিন্তু, কবরস্থানের পেঁছাটা বলবে ; এই, এখানে অভিনয় কারা নিষেধ! প্রতারকে"র চোখে র মিথ্যা অনুনয় বড়ই বেমানান!
অন্তর সমগ্র :-
ছোট গল্প'এ অন্তর :-
- তনু'র হাঁসি - আরফান অন্তর
- মৃত্যু নামা ১ - আরফান অন্তর
- অভিনয় - আরফান অন্তর
- কবিতার জন্ম - আরফান অন্তর
- মৃত্যু নামা ২ - আরফান অন্তর
- কড়ই ফুল - আরফান অন্তর
- অপেক্ষমান - আরফান অন্তর
- হাসপাতাল - আরফান অন্তর
- ভালোবাসা - আরফান অন্তর
- ঘৃনা - আরফান অন্তর
- খামখেয়ালি - আরফান অন্তর
- ২য় মৃত্যুর আগে - আরফান অন্তর
আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-
০ কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
০ রবীন্দ্রনাথ ঠাকুর ও তার জনপ্রিয় কবিতা
০ জীবনানন্দ দাশ ও তার জনপ্রিয় কবিতা
০ জয় গোস্বামী ও তার জনপ্রিয় কবিতা
০ আল মাহমুদ ও তার জনপ্রিয় কবিতা
০ আরফান অন্তর ও তার জনপ্রিয় ছোট গল্প
০ শ্রেষ্ঠ ক'জন বাঙালি লেখক
০ আল মাহমুদ ও তার জনপ্রিয় কবিতা
০ আরফান অন্তর ও তার জনপ্রিয় ছোট গল্প
০ শ্রেষ্ঠ ক'জন বাঙালি লেখক
For, More Rock|Metal Video|Lyrics Song, In This Way ↓
কবি ও কবিতা'র জন্য [নির্মলেন্দু,রুদ্র,গোস্বামী,শহীদুল্লাহ ETC]
↓
For Internet|Outsourcing |YouTube Support ↓
[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে! তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]
আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা প্রিয় মেটাল|রক ব্যান্ড'স এর গান কিনবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
Comments
Post a Comment
ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।