অন্তর্যামী - রবীন্দ্রনাথ ঠাকুর
এ কী কৌতুক নিত্যনূতন
ওগো কৌতুকময়ী,
আমি যাহা কিছু চাহি বলিবারে
বলিতে দিতেছ কই।
অন্তরমাঝে বসি অহরহ
মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ,
মোর কথা লয়ে তুমি কথা কহ
মিশায়ে আপন সুরে।
কী বলিতে চাই সব ভুলে যাই,
তুমি যা বলাও আমি বলি তাই,
সংগীতস্রোতে কূল নাহি পাই,
কোথা ভেসে যাই দূরে।
বলিতেছিলাম বসি এক ধারে
আপনার কথা আপন জনারে,
শুনাতেছিলাম ঘরের দুয়ারে
ঘরের কাহিনী যত--
তুমি সে ভাষারে দহিয়া অনলে
ডুবায়ে ভাসায়ে নয়নের জলে
নবীন প্রতিমা নব কৌশলে
গড়িলে মনের মতো।
রবীন্দ্র সমগ্র :-
০ কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
০ রবীন্দ্রনাথ ঠাকুর ও তার জনপ্রিয় কবিতা
০ জীবনানন্দ দাশ ও তার জনপ্রিয় কবিতা
০ আরফান অন্তর ও তার জনপ্রিয় ছোট গল্প
ওগো কৌতুকময়ী,
আমি যাহা কিছু চাহি বলিবারে
বলিতে দিতেছ কই।
অন্তরমাঝে বসি অহরহ
মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ,
মোর কথা লয়ে তুমি কথা কহ
মিশায়ে আপন সুরে।
কী বলিতে চাই সব ভুলে যাই,
তুমি যা বলাও আমি বলি তাই,
সংগীতস্রোতে কূল নাহি পাই,
কোথা ভেসে যাই দূরে।
বলিতেছিলাম বসি এক ধারে
আপনার কথা আপন জনারে,
শুনাতেছিলাম ঘরের দুয়ারে
ঘরের কাহিনী যত--
তুমি সে ভাষারে দহিয়া অনলে
ডুবায়ে ভাসায়ে নয়নের জলে
নবীন প্রতিমা নব কৌশলে
গড়িলে মনের মতো।
রবীন্দ্র সমগ্র :-
কবিতায় রবীন্দ্র :-
- ইস্টেশন - রবীন্দ্রনাথ ঠাকুর
 - অন্তর্যামী - রবীন্দ্রনাথ ঠাকুর
 - হে মোর সুন্দর - রবীন্দ্রনাথ ঠাকুর
 - সন্ধ্যা - রবীন্দ্রনাথ ঠাকুর
 - মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর
 - বিসর্জন - রবীন্দ্রনাথ ঠাকুর
 - প্রায়শ্চিত্ত - রবীন্দ্রনাথ ঠাকুর
 - প্রাণ - রবীন্দ্রনাথ ঠাকুর
 - প্রশ্ন - রবীন্দ্রনাথ ঠাকুর
 - নিরুদ্দেশ যাএা - রবীন্দ্রনাথ ঠাকুর
 - নিদ্রিতা - রবীন্দ্রনাথ ঠাকুর
 - দুই বিঘা জমি - রবীন্দ্রনাথ ঠাকুর
 - চতুর্থ স্বর্গ - রবীন্দ্রনাথ ঠাকুর
 
আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-
০ কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
০ রবীন্দ্রনাথ ঠাকুর ও তার জনপ্রিয় কবিতা
০ জীবনানন্দ দাশ ও তার জনপ্রিয় কবিতা
০ আরফান অন্তর ও তার জনপ্রিয় ছোট গল্প
[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে!  তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানা'য়.com]
আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
খুব সুন্দর।
ReplyDelete