বিসর্জন - রবীন্দ্রনাথ ঠাকুর
দুইটি কোলের ছেলে গেছে পর পর
বয়স না হতে হতে পুরা দু বছর।
এবার ছেলেটি তার জন্মিল যখন
স্বামীরেও হারালো মল্লিকা। বন্ধুজন
বুঝাইল--- পূর্বজন্মে ছিল বহু পাপ,
এ জনমে তাই হেন দারুণ সন্তাপ।
শোকানলদগ্ধ নারী একান্ত বিনয়ে
অজ্ঞাত জন্মের পাপ শিরে বহি লয়ে
প্রায়শ্চিত্তে দিল মন। মন্দিরে মন্দিরে
যেথা সেথা গ্রামে গ্রামে পূজা দিয়া ফিরে।
ব্রতধ্যান-উপবাসে আহ্নিকে তর্পণে
কাটে দিন ধূপে দীপে নৈবেদ্যে চন্দনে,
পূজাগৃহে; কেশে বাঁধি রাখিল মাদুলি
কুড়াইয়া শত ব্রাহ্মণের পদধূলি;
শুনে রামায়ণকথা; সন্ন্যাসী-সাধুরে
ঘরে আনি আশীর্বাদ করায় শিশুরে।
বিশ্বমাঝে আপনারে রাখি সর্ব-নীচে
সবার প্রসন্ন দৃষ্টি অভাগী মাগিছে
আপন সন্তান-লাগি; সূর্য চন্দ্র হতে
পশুপক্ষী পতঙ্গ অবধি--- কোনোমতে
কেহ পাছে কোনো অপরাধ লয় মনে,
পাছে কেহ করে ক্ষোভ, অজানা কারণে
পাছে কারো লাগে ব্যথা, সকলের কাছে
আকুল বেদনা-ভরে দীন হয়ে আছে।
রবীন্দ্র সমগ্র :-
০ কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
০ রবীন্দ্রনাথ ঠাকুর ও তার জনপ্রিয় কবিতা
০ জীবনানন্দ দাশ ও তার জনপ্রিয় কবিতা
০ আরফান অন্তর ও তার জনপ্রিয় ছোট গল্প
বয়স না হতে হতে পুরা দু বছর।
এবার ছেলেটি তার জন্মিল যখন
স্বামীরেও হারালো মল্লিকা। বন্ধুজন
বুঝাইল--- পূর্বজন্মে ছিল বহু পাপ,
এ জনমে তাই হেন দারুণ সন্তাপ।
শোকানলদগ্ধ নারী একান্ত বিনয়ে
অজ্ঞাত জন্মের পাপ শিরে বহি লয়ে
প্রায়শ্চিত্তে দিল মন। মন্দিরে মন্দিরে
যেথা সেথা গ্রামে গ্রামে পূজা দিয়া ফিরে।
ব্রতধ্যান-উপবাসে আহ্নিকে তর্পণে
কাটে দিন ধূপে দীপে নৈবেদ্যে চন্দনে,
পূজাগৃহে; কেশে বাঁধি রাখিল মাদুলি
কুড়াইয়া শত ব্রাহ্মণের পদধূলি;
শুনে রামায়ণকথা; সন্ন্যাসী-সাধুরে
ঘরে আনি আশীর্বাদ করায় শিশুরে।
বিশ্বমাঝে আপনারে রাখি সর্ব-নীচে
সবার প্রসন্ন দৃষ্টি অভাগী মাগিছে
আপন সন্তান-লাগি; সূর্য চন্দ্র হতে
পশুপক্ষী পতঙ্গ অবধি--- কোনোমতে
কেহ পাছে কোনো অপরাধ লয় মনে,
পাছে কেহ করে ক্ষোভ, অজানা কারণে
পাছে কারো লাগে ব্যথা, সকলের কাছে
আকুল বেদনা-ভরে দীন হয়ে আছে।
রবীন্দ্র সমগ্র :-
কবিতায় রবীন্দ্র :-
- ইস্টেশন - রবীন্দ্রনাথ ঠাকুর
- অন্তর্যামী - রবীন্দ্রনাথ ঠাকুর
- হে মোর সুন্দর - রবীন্দ্রনাথ ঠাকুর
- সন্ধ্যা - রবীন্দ্রনাথ ঠাকুর
- মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর
- বিসর্জন - রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রায়শ্চিত্ত - রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রাণ - রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রশ্ন - রবীন্দ্রনাথ ঠাকুর
- নিরুদ্দেশ যাএা - রবীন্দ্রনাথ ঠাকুর
- নিদ্রিতা - রবীন্দ্রনাথ ঠাকুর
- দুই বিঘা জমি - রবীন্দ্রনাথ ঠাকুর
- চতুর্থ স্বর্গ - রবীন্দ্রনাথ ঠাকুর
আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-
০ কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
০ রবীন্দ্রনাথ ঠাকুর ও তার জনপ্রিয় কবিতা
০ জীবনানন্দ দাশ ও তার জনপ্রিয় কবিতা
০ আরফান অন্তর ও তার জনপ্রিয় ছোট গল্প
[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে! তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানা'য়.com]
আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
Comments
Post a Comment
ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।