সন্ধ্যা - রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষান্ত হও, ধীরে কও কথা। ওরে মন,
নত করো শির। দিবা হল সমাপন,
সন্ধ্যা আসে শান্তিময়ী। তিমিরের তীরে
অসংখ্য-প্রদীপ-জ্বালা এ বিশ্বমন্দিরে
এল আরতির বেলা। ওই শুন বাজে
নিঃশব্দ গম্ভীর মন্দ্রে অনন্তের মাঝে
শঙ্খঘণ্টাধ্বনি। ধীরে নামাইয়া আনো
বিদ্রোহের উচ্চ কণ্ঠ পূরবীর ম্লান-
মন্দ স্বরে। রাখো রাখো অভিযোগ তব,
মৌন করো বাসনার নিত্য নব নব
নিষ্ফল বিলাপ। হেরো মৌন নভস্তল,
ছায়াচ্ছন্ন মৌন বন, মৌন জলস্থল
স্তম্ভিত বিষাদে নম্র। নির্বাক্ নীরব
দাঁড়াইয়া সন্ধ্যাসতী-- নয়নপল্লব
নত হয়ে ঢাকে তার নয়নযুগল,
অনন্ত আকাশপূর্ণ অশ্রু-ছলছল
করিয়া গোপন। বিষাদের মহাশান্তি
ক্লান্ত ভুবনের ভালে করিছে একান্তে
রবীন্দ্র সমগ্র :-
০ কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
০ রবীন্দ্রনাথ ঠাকুর ও তার জনপ্রিয় কবিতা
০ জীবনানন্দ দাশ ও তার জনপ্রিয় কবিতা
০ আরফান অন্তর ও তার জনপ্রিয় ছোট গল্প
নত করো শির। দিবা হল সমাপন,
সন্ধ্যা আসে শান্তিময়ী। তিমিরের তীরে
অসংখ্য-প্রদীপ-জ্বালা এ বিশ্বমন্দিরে
এল আরতির বেলা। ওই শুন বাজে
নিঃশব্দ গম্ভীর মন্দ্রে অনন্তের মাঝে
শঙ্খঘণ্টাধ্বনি। ধীরে নামাইয়া আনো
বিদ্রোহের উচ্চ কণ্ঠ পূরবীর ম্লান-
মন্দ স্বরে। রাখো রাখো অভিযোগ তব,
মৌন করো বাসনার নিত্য নব নব
নিষ্ফল বিলাপ। হেরো মৌন নভস্তল,
ছায়াচ্ছন্ন মৌন বন, মৌন জলস্থল
স্তম্ভিত বিষাদে নম্র। নির্বাক্ নীরব
দাঁড়াইয়া সন্ধ্যাসতী-- নয়নপল্লব
নত হয়ে ঢাকে তার নয়নযুগল,
অনন্ত আকাশপূর্ণ অশ্রু-ছলছল
করিয়া গোপন। বিষাদের মহাশান্তি
ক্লান্ত ভুবনের ভালে করিছে একান্তে
রবীন্দ্র সমগ্র :-
কবিতায় রবীন্দ্র :-
- ইস্টেশন - রবীন্দ্রনাথ ঠাকুর
- অন্তর্যামী - রবীন্দ্রনাথ ঠাকুর
- হে মোর সুন্দর - রবীন্দ্রনাথ ঠাকুর
- সন্ধ্যা - রবীন্দ্রনাথ ঠাকুর
- মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর
- বিসর্জন - রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রায়শ্চিত্ত - রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রাণ - রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রশ্ন - রবীন্দ্রনাথ ঠাকুর
- নিরুদ্দেশ যাএা - রবীন্দ্রনাথ ঠাকুর
- নিদ্রিতা - রবীন্দ্রনাথ ঠাকুর
- দুই বিঘা জমি - রবীন্দ্রনাথ ঠাকুর
- চতুর্থ স্বর্গ - রবীন্দ্রনাথ ঠাকুর
আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-
০ কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
০ রবীন্দ্রনাথ ঠাকুর ও তার জনপ্রিয় কবিতা
০ জীবনানন্দ দাশ ও তার জনপ্রিয় কবিতা
০ আরফান অন্তর ও তার জনপ্রিয় ছোট গল্প
[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে! তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানা'য়.com]
আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
সুন্দর
ReplyDelete🖤
ReplyDelete