যেদিন বন্ধু চলে যাবো By James


Song Info :-
Song : Jedin Bondhu Cole Jabo – যেদিন বন্ধু চলে যাবো
Vocal : James
Album: ঠিক আছে বন্ধু


Song Lyrics :-

যেদিন বন্ধু চলে যাব,
চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়,
ক্ষমা করে দিও।
মনে রেখ কেবল একজন ছিল
ভালবাসতো শুধুই তোমাদের
মনে রেখ কেবল, তোমাদের।

চোরা সুরের টানে রে বন্ধু
মনে যদি উঠে গান,
গানে গানে রেখো মনে
ভুলে যেও অভিমান (2)
মনে রেখো কেবল , তোমাদের (2)



ভরা নদীর বাঁকে রে বন্ধু
ঢেওয়ে ঢেওয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে
কেঁদে উঠে মন প্রাণ (2)
মনে রেখো কেবল তোমাদের (2)

যেদিন বন্ধু!


If you feel something wrong with this lyrics you can correction drop now commentbox.

Comments

জনপ্রিয় স্ট্যাটাস↓