ঘর – রুদ্র গোস্বামী
মেয়েটা পাখি হতে চাইল
আমি বুকের বাঁদিকে আকাশ পেতে দিলাম।
দু-চার দিন ইচ্ছে মতো ওড়াওড়ি করে বলল,
তার একটা গাছ চাই।
মাটিতে পা পুঁতে ঠায় দাঁড়িয়ে রইলাম।
এ ডাল সে ডাল ঘুরে ঘুরে ,
সে আমাকে শোনালো অরণ্য বিষাদ।
তারপর টানতে টানতে
একটা পাহাড়ি ঝর্ণার কাছে নিয়ে এসে বলল,
তারও এমন একটা পাহাড় ছিল।
সেও কখনো পাহারের জন্য নদী হোতো।
আমি ঝর্ণার দিকে তাকিয়ে মেয়েটিকে বললাম,
নদী আর নারীর বয়ে যাওয়ায় কোনও পাপ থাকে না।
সে কিছু ফুটে থাকা ফুলের দিকে দেখিয়ে
জানতে চাইল,
কি নাম ?
বললাম গোলাপ।
দুটি তরুণ তরুণীকে দেখিয়ে বলল,
কি নাম ?
বললাম প্রেম।
তারপর একটা ছাউনির দিকে দেখিয়ে
জিজ্ঞেস করলো,
কি নাম ?
বললাম ঘর।
এবার সে আমাকে বলল,
তুমি সকাল হতে জানো ?
আমি বুকের বাঁদিকে তাকে সূর্য দেখালাম ।
রুদ্র সমগ্র :-
কবিতা'য় রুদ্র :-
- মৃত্যু অথবা ব্যাধি - রুদ্র গোস্বামী
- অপেক্ষা - রুদ্র গোস্বামী
- কেনো আমায় এতো মুগ্ধ করো - রুদ্র গোস্বামী
- চাঁদের ভিতর চাঁদ ভাঙে
- দোষ - রুদ্র গোস্বামী
- আমার চোখে বৃষ্টি ভিজছে খুব - রুদ্র গোস্বামী
- ক্যাকটাস - রুদ্র গোস্বামী
- যেতে পারবে? - রুদ্র গোস্বামী
- অপেক্ষা তোর - রুদ্র গোস্বামী
- একটি মেয়ের জন্য - রুদ্র গোস্বামী
- ঘর - রুদ্র গোস্বামী
- অসুখ - রুদ্র গোস্বামী
- বৃষ্টি সোনা তোকে - রুদ্র গোস্বামী
- প্রেমিক হতে গেলে - রুদ্র গোস্বামী
- মশাল - রুদ্র গোস্বামী
আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-
[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে! তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]
আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
Comments
Post a Comment
ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।