চাঁদের ভিতর চাঁদ ভাঙে - রুদ্র গোস্বামী


আমি চাই একটা চাঁদ উঠুক আমার আকাশে
আমার কষ্টে সে নিজেকে উজাড় করে কাঁদুক।
তার তিলের মতো কলঙ্ক থাকুক,
আলোর মতো রূপ থাকুক।
তার দিকে দেখতে দেখতে আমি ভাবি
সব থেকে সুন্দর দৃশ্যটি বুঝি এই ।
আমার তাকে দেখতে ভালো লাগুক।
তাকে ছুঁয়ে আমি বলি,
সে আমার ভীষণ রকম সুখ।
আমি চাই একটা চাঁদ উঠুক আমার আকাশে
তার জন্ম শুধু আমার জন্যে থাকুক।
তার মৃত্যু শুধু আমার জন্যে থাকুক।
তাকে পেয়ে আমি বলি,
তার জন্যে আমি এর আগেও বহুবার জন্মেছিলাম।
তার জন্যে আমার অপেক্ষা ছিল,অশ্রু ছিল।
অজস্র চিঠিতে তাকে আমি ভালবাসি লিখেছিলাম।
আমি চাই একটা চাঁদ উঠুক আমার আকাশে
তার আলো শুধু আমার জন্যে থাকুক।
তার কথা শুধু আমার জন্যে থাকুক।
এতো রূপের মধ্যে, এতো প্রাণের মধ্যে
সে শুধু আমাকেই ফিরে দেখুক
এমন তো নয় মেয়ে বলে কেউ রূপ খুঁজবো না
এমন তো নয় কালো মেয়ের চাঁদ ভাবতে নেই ...।



রুদ্র সমগ্র :-

কবিতা'য় রুদ্র :-


আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-


[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে!  তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]

আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।

আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor

Comments

  1. আমি তো তুমাদের পথেরকাটাহয়ে আচমকা

    ReplyDelete
  2. প্রিয় একজন লেখক

    ReplyDelete

Post a Comment

ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।