দুঃস্বপ্নের দালানকোঠা - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

আমার এখন সমস্তটাই স্মৃতিসৌধ,

হৃৎপিন্ডে পিন ফোটানো

কালো ব্যাজের মৌন বিষাদ,

একুশে ভোর, নগ্ন পায়ে শহীদ মিনার,

আমার এখন সমস্তটুক্ এক মিনিটের নীরবতা।দু’চোখ বেয়ে রাত্রি ঝরে, পাংশুটে রাত,

রক্তমাখা চাঁদের দেহে জোৎস্না উধাও,

উল্টে পড়ে রোদের বাটি,

 আমার এখন আকাশ জুড়ে দুঃস্বপ্নের দালানকোঠা।

উঠোনে সাপ অবিশ্বাসের ভীষণ কালো রক্তজবা,

লকলকে জিভ,

এখন আমার সমস্তটাই লখিন্দরের লোহার বাসর।

আঙুলগুলো ঝ’রে পড়ছে হাত থেকে ফুল,

ঘরের পাশে লক্ষীপ্যাঁচার ধাতব গলা,

আমার এখন শঙ্খচিলের কান্নাভেজা দুপুরবেলা,

শূন্য খা-খা একাকী মাঠ,

ঘাসের ডগায় নীল ফড়িং-এর নিমগ্নতা।

আমার এখন হৃদয় শুধু হৃদয় বোলে

দু’হাত মেলে চাতক পাখি…

আমার এখন বুকের ভেতর

কবর শুধু কবর খোঁড়ার ভারি শব্দ।

দু’চোখ বেয়ে সকাল ঝরে, উল্টে পড়ে স্বপ্নবাটি।

আমার এখন নিজের মধ্যে নিজের কফিন,

সমস্ত রাত করাতকলের কষ্টধ্বনি-

এখন আমার সমস্তটাই পিরামিডের মগ্ন মমি।


রুদ্র  সমগ্র :-
কবিতা'য় রুদ্র :-

আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-

০ জয় গোস্বামী ও তার জনপ্রিয় কবিতা
০ আল মাহমুদ ও তার জনপ্রিয় কবিতা

০ শ্রেষ্ঠ ক'জন বাঙালি লেখক

For More Rock|Metal Song, In This Way ↓


কবি ও কবিতা'র জন্য [নির্মলেন্দু,রুদ্র,গোস্বামী,শহীদুল্লাহ ETC]


For Internet|Outsourcing |YouTube Support ↓

[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে!  তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]



আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।

আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor

Comments

জনপ্রিয় স্ট্যাটাস↓