খুব কাছে এসো না - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
খুব কাছে এসো না কোন দিন
যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে
এ চোখ থেকে ঐ চোখের কাছে থাকা
এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা
কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে
অবিরাম বয়ে চলা ।
যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্বও আছে
মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন
দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির।
তার চেয়ে বরং দূরেই থেকো
যেমন দূরে থাকে ছোঁয়া, থেকে স্পর্শ
রোদ্দুরের বু্ক, থেকে উত্তাপ
শীতলতা, থেকে উষ্ণতা
প্রেমে্র, খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা
তেমন দূরেত্বেই থেকে যেও-
এক ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ
কতটা কাছা কাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী।
রুদ্র সমগ্র :-
কবিতা'য় রুদ্র :-
যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে
এ চোখ থেকে ঐ চোখের কাছে থাকা
এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা
কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে
অবিরাম বয়ে চলা ।
যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্বও আছে
মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন
দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির।
তার চেয়ে বরং দূরেই থেকো
যেমন দূরে থাকে ছোঁয়া, থেকে স্পর্শ
রোদ্দুরের বু্ক, থেকে উত্তাপ
শীতলতা, থেকে উষ্ণতা
প্রেমে্র, খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা
তেমন দূরেত্বেই থেকে যেও-
এক ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ
কতটা কাছা কাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী।
রুদ্র সমগ্র :-
কবিতা'য় রুদ্র :-
- ইস্তেহার -রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- অবেলায় শঙ্খধ্বনি – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- হে আমার বিষণ্ন সুন্দর - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- অভিমানের খেয়া - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- কনসেন্ট্রেশন ক্যাম্প – রুদ্র মুহান্মদ শহীদুল্লাহ
- দুঃস্বপ্নের দালানকোঠা - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- ভালোবাসার সময় তো নেই - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- উল্টো ঘুড়ি - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- খুব কাছে এসো না - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- এক গ্লাস অন্ধকার হাতে - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-
০ জয় গোস্বামী ও তার জনপ্রিয় কবিতা
০ আল মাহমুদ ও তার জনপ্রিয় কবিতা
০ শ্রেষ্ঠ ক'জন বাঙালি লেখক
For More Rock|Metal Song, In This Way ↓
০ আল মাহমুদ ও তার জনপ্রিয় কবিতা
০ শ্রেষ্ঠ ক'জন বাঙালি লেখক
For More Rock|Metal Song, In This Way ↓
কবি ও কবিতা'র জন্য [নির্মলেন্দু,রুদ্র,গোস্বামী,শহীদুল্লাহ ETC]
↓
শ্রেষ্ঠ ক'জন লেখক|লেখিকা'র উক্তি পেতে ↓
For Internet|Outsourcing |YouTube Support ↓
[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে! তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]
আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
❤️
ReplyDelete