নিরুদ্দেশ | Niruddesh | Ashes | The Beauty Circus | Zunayed Evan


Niruddesh Lyrics by Ashes Band from Beauty Circus Bengali Movie. The Song Is Sung by And Niruddesh Song Lyrics Written by Zunayed Evan. Song Mixed and Mastered by Sultan Rafsan Khan. Starring Jaya Ahsan, Tauquir Ahmed, Ferdous Ahmed, Abm Shumon, Gazi Rakayet, Humayun Kabir Sadhu, Shatabdi Wadud And Others. 







Niruddesh Song Details : 

 Song Name : Niruddesh | নিরুদ্দেশ 
Film Name : The Beauty Circus 
Lyrics and Tune by : Zunayed Evan 
Band Name : Ashes 
Mixing And Mastering : Sultan Rafsan Khan 
Directed by : Mahmud Didar 
Video Edit : MD. Rasel Rana 
Presented by : Bashundhara Gura Masala 
Powered by : Daraz Niruddesh 

Lyrics In Bengali : 

 কিছু সয়ে গেছে
 কিছু সয়ে যেতে দাও 
 কিছু সয়ে গেলে রাস্তা ফুরায়। 

 কিছু ক্ষয়ে গেছে 
 ক্ষয়ে যেতে দাও,
 কিছু ক্ষয়ে গেলে দুঃখ ফুরায়।  

 একদিন এই বেঁচে বেঁচে মরা 
 মরে মরে বাঁচার গল্প ফুরিয়ে যাবে, 

 কিছু ভুলে যেও 
 কিছু ভুলে যেতে দাও,
 কিছু ভুলে যাওয়া জরুরী।

 কিছু সয়ে গেছে
 কিছু সয়ে যেতে দাও
 কিছু সয়ে গেলে রাস্তা ফুরায়। 

 কিছু ক্ষয়ে গেছে
 ক্ষয়ে যেতে দাও,
 কিছু ক্ষয়ে গেলে দুঃখ ফুরায়। 

 একদিন এই হেরে হেরে জেতা
 জিতে জিতে হারার মানেটা বদলে যাবে, 

 কিছু মেনে নিও
 কিছু মেনে নিতে হয়, 
 কিছু মেনে নেয়া জরুরী।। 


 কিছু কথা ব্যাথা হবে
 কিছু ব্যাথা কথা হবে
 কিছু কথা কিছু ব্যাথা মধ্য রাতে কাঁদিয়ে দেবে।

 এমন কান্না কেউ শোনেনি 
 শোনেনি বোঝেনি জানেনি দেখেনি
 তোমার জীবন নিরুদ্দেশ।

 নিরুদ্দেশের বৃষ্টি পড়ে 
 বৃষ্টি তোমার গালে মাখো, 

 অনন্তকাল নিরুদ্দেশ
 লাল গোলাপ নিরুদ্দেশ, 
 লাল গোলাপ নিরুদ্দেশ
 অনন্তকাল নিরুদ্দেশ।

 নিরুদ্দেশের বৃষ্টি পড়ে
 বৃষ্টি তোমার গালে মাখো, 
 অনন্তকাল নিরুদ্দেশ
 লাল গোলাপ নিরুদ্দেশ, 

 লাল গোলাপ নিরুদ্দেশ 
 অনন্তকাল নিরুদ্দেশ।

 হাতছানি দেয় নিরুদ্দেশ 
 দুরভাবনার চিন্তা শেষ, 
 হাতছানি দেয় নিরুদ্দেশ
 দুরভাবনার চিন্তা শেষ।। 

If you want Niruddesh Lyrics In English, drop a comment.  

Comments

Post a Comment

ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।

জনপ্রিয় স্ট্যাটাস↓