কালো কোন রঙ না - Zunayed Evan
কালো কোন রঙ না;
কালো একটা অভিশাপ।"""
পঙ্গু হয়ে কেউ জন্ম নিলে সে হাঁটতে পারে না আর কালো হয়ে কেউ জন্ম নিলে সে হাসতে পারে না। কী বিচিত্র নিয়ম কানুন।
আমাদের সবার মায়েরা কী ফর্সা?
তাদের কী কখনো আপনার অসুন্দর মনে হয়েছে? ব্যাপারটা দৃষ্টিভঙ্গীর।
কালো মেঘ দেখলে অনেকের ভাল লাগে। কালো কাজল ভাল লাগে। চোখ ভাল লাগে। শুধু কালো মানুষ দেখলেই বলে উঠে ' অসুন্দর'
সৌন্দর্য কালো অথবা সাদার উপরে নির্ভর করে না। কালো অথবা সাদা একটি ‘রঙ’ ছাড়া আর কিছু না। রঙ কথা বলতে পারে না। গান গাইতে পারে না।
রঙ নেহাত কিছু কেমিস্ট্রির খেলা।
আর যাই হোক - কেমিস্ট্রি কোন সৌন্দর্যের ব্যাখ্যা হতে পারে না।
Writer - Zunayed Evan
কালো একটা অভিশাপ।"""
পঙ্গু হয়ে কেউ জন্ম নিলে সে হাঁটতে পারে না আর কালো হয়ে কেউ জন্ম নিলে সে হাসতে পারে না। কী বিচিত্র নিয়ম কানুন।
আমাদের সবার মায়েরা কী ফর্সা?
তাদের কী কখনো আপনার অসুন্দর মনে হয়েছে? ব্যাপারটা দৃষ্টিভঙ্গীর।
কালো মেঘ দেখলে অনেকের ভাল লাগে। কালো কাজল ভাল লাগে। চোখ ভাল লাগে। শুধু কালো মানুষ দেখলেই বলে উঠে ' অসুন্দর'
সৌন্দর্য কালো অথবা সাদার উপরে নির্ভর করে না। কালো অথবা সাদা একটি ‘রঙ’ ছাড়া আর কিছু না। রঙ কথা বলতে পারে না। গান গাইতে পারে না।
রঙ নেহাত কিছু কেমিস্ট্রির খেলা।
আর যাই হোক - কেমিস্ট্রি কোন সৌন্দর্যের ব্যাখ্যা হতে পারে না।
Writer - Zunayed Evan
Comments
Post a Comment
ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।