জ্যান্ত একটা মানুষের মূল্য কত - Zunayed Evan

কী আছে এর ভেতরে ?
সামান্য কটা কাঠের  টুকরোয় কতগুলো রাসায়নিক পদার্থ মিশিয়ে
কাগজের মুণ্ড বানিয়ে মুদ্রার সিল বসিয়ে দিলে;
আর গোটা পৃথিবীটা সেটার কাছে বিক্রি হয়ে
গেলো ?
দাফনের কাপড়,
মায়ের ওষুধ ,
নারীর বক্ষ ,
রজনীগন্ধার স্টিক সব কিছুর মূল্যই তো নির্ধারণ
করলে তোমরা; সমুদ্রও নাকি আজকাল
কেনাবেচা হয়।
সালিশ দরবার হয়
আন্তর্জাতিক আদালতে। আজ তবে বলে যাও,
জ্যান্ত একটা মানুষের মূল্য কত!
           Writer - Zunayed Evan

Comments

জনপ্রিয় স্ট্যাটাস↓