জন্মের দশ মিনিট আগে কোথায় ছিলে তুমি - Zunayed Evan

জন্মের দশ মিনিট আগে কোথায় ছিলে তুমি ?
কী ছিল তোমার ?
এমন কিছু তুমি সাথে করে নিয়ে আসোনি যেটা তুমি পৃথিবীতে এসে হারিয়েছো।
যাই পাচ্ছো সবই বোনাস।
উপভোগ কর এবং খোদার প্রতি কৃতজ্ঞ থাকো!!
                           Writer - Zunayed Evan
   

Comments

জনপ্রিয় স্ট্যাটাস↓