মানুষ কেন হাসে - Zunayed Evan



মানুষ কেন হাসে?

Why do people laugh?

১ – সহজ হিসাব আনন্দে হাসে।

২ – দুঃখ কষ্ট লুকানোর জন্য হাসে।

৩ – হাসি সংক্রামক। মানুষ অন্য কাউকে হাসতে দেখলে হাসে।

৪ – হাসির কিছু ফিলোসফি আছে। কেউ ধরুন আপনাকে জিজ্ঞেস করল ‘ কেমন আছেন?’ আপনে শুধু মাত্র হাসি দিয়ে জবাব দিতে পারবেন।

৫ – অতিরক্ত দুঃখে মানুষ হাসে। আবার অতি আনন্দে মানুষ কাঁদে !

৬ – ‘ মানুষের হাসি হয় নিষ্পাপ’ এরকম একটি প্রবাদ আছে। কথাটা ভুল। প্রতারণা করার জন্য মানুষকে হাসির আশ্রয় নিতে হয়।

৭ – আবার বিবর্তনবাদীরা হাসির ভেতরে খুঁজে পায় ডারউইনের রহস্য। অবাক হচ্ছেন? এরা বলছে শিম্পাঞ্জিকে কাতুকুতু দিলে এরা মানুষের মতই গড়াগড়ি করে। অর্থাৎ মানুষ এই স্বভাব সেখান থেকেই পেয়েছে।

৮ – মানুষকে সব থেকে বেশি সময় হাসতে হয় – আমি ভাল আছি। এই বাক্যটি বোঝানোর জন্য। যেন বেঁচে থাকার একটি শর্ত হল তোমাকে ভাল থাকতেই হবে।

৯ – স্বাস্থ্য ঠিক রাখার জন্য অনেকেই সকাল ৫ টায় সাদা জুতা পরে এক সাথে হয়ে হাসতে থাকে। বিজ্ঞান আমাদের বলছে জোর করে হলেও প্রতিদিন নিয়ম করে হাসতে। পৃথিবীটা আসলেই নিষ্ঠুর, এখানে হাসি না এলেও হাসতে বলা হয়েছে!

    Writer - Zunayed Evan

মানুষ কেন কাঁদে - Why do people cry ?

Comments

Post a Comment

ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।

জনপ্রিয় স্ট্যাটাস↓