আবেগহীন খারাপ মানুষের গল্প | Nazmul Hossain

 আবেগহীন খারাপ মানুষের গল্প
"পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল খুব ভাল, নরম মনের, প্রচুর আবেগপ্রবণ। তাদের আবেগটা খুব সহজেই ধরা যায়।

আরেকদল আছে যারা খারাপ। কোন আবেগ নেই, মন নেই, ভালবাসা নেই, শক্ত মনের, কঠিন হৃদয়ের মানুষ। খুব খারাপ তারা। হুম আসলেই অনেক খারাপ।

আর তারা খারাপ বলেই হয়ে যায় বিচ্ছিন্ন, পায় না কারো ভালবাসা, সবার চোখে খারাপ হয়েই থাকে।

তারা খারাপ এই জন্য যে তারা জ্বলে পুরে ছারখার হয়ে যাবে কিন্তু কাওকে সেই আবেগটা দেখাবে না। সৃষ্টিকর্তা তাদের একটা বিশেষ ক্ষমতা দেন, তা হল সহ করার ক্ষমতা। তারা সহ্য করতে পারে সবার অপমান, ঘৃনা, রাগ, অভিমান, কটু কথা, নিন্দা।

তারা খারাপ এই জন্য যে আপনাকে সে যেকোন কারণে ইচ্ছায় বা অনিচ্ছায় কিছু বললে আপনি রাগে অভিমানে একাকার হয়ে যাবেন, আপনার রাগের বরফ গলতে দিন মাস লেগে যাবে। আর অপরদিকে এই খারাপ মানুষটিকে আপনি খুব বেশি অপমান করে, আঘাত করেও সামান্য "স্যরি" বলবেন সে সাথে সাথে সব ভুলে যাবে। হাসিমুখে বলবে "ইটস ওকে"।

তারা আরো খারাপ এই জন্য যে আপনার কোন সমস্যার কথা জানলে পাগল হয়ে যাবে কিন্তু বাইরে থেকে কিছুই বুঝাবে না, আপনি নিজে বলতে না চাইলে সে মুখে আপনাকেই শক্ত কথা বলবে কিন্তু আড়ালে নিজের সর্বস্ব দিয়ে খোঁজ্ নিবে, সমাধানের প্রয়াস চালাবে।

আর আপনার কাছে ভেসে উঠবে তার ওই রাগি রুপটা। আপনি হয়তো এই ভেবে কষ্ট পাবেন সে কত খারাপ আপনার এই মূহুর্তে তার কোন কেয়ার নেই, অথচ আপনি নিজেই তাকে বলেননি তা না ভেবে ভাববেন ভালবাসা নেই।

আসলে ভালবাসা থাকবে কিভাবে এসব মানুষের ভালবাসা যে দেখা যায় না। আদর আল্লাদ, মুখের কথা দিয়ে তারা ভাসিয়ে দিতে পারে না অথবা করে না। এজন্যই তারা খারাপ।

এই মানুষগুলোর বেশীরভাগ সময়ের কথাই থাকে "আই ডোন্ট কেয়ার" টাইপের। অথচ এই "আই ডোন্ট কেয়ার" এর অন্তর্নিহিত অর্থ অনেক সময় "আই কেয়ার ইউ মোস্ট" আর এজন্যই নিজের কেয়ারটা সবার কাছে লুকাতে এই "আই ডোন্ট কেয়ার" নামক খোলসের ব্যাবহার।
এই মানুষগুলোর আরেকটা বড় সমস্যা হল তারা মেকিভাবে কারো কাছে ভাল সাজার ইচ্ছা রাখে না। সে নিজে যেমন তেমনটাই থাকে এজন্য আলগা ভাবে কারো সাথে মমতার বহিঃপ্রকাশ দেখায় না। এদের ভালবাসা থাকে সুপ্ত।

সত্যি বলতে কি, মানুষ যারা তাদের মন সবারই আছে আর মন যেহেতু আছে মনে ভালবাসা, মায়া, মমতা, স্নেহ এগুলোও আছে। কিন্তু সবার প্রকাশটা এক না। কেউ স্বভাবতই এগুলোর প্রকাশটা খুব ভাল করতে পারে অথবা নিজে থেকে আরো চাকচিক্যের সাথে করে। আর কেউ কেউ এসব এত পারে না অথবা শো-অফ টা করে না। আপাতঃদৃষ্টিতে মনে হবে যারা নরম মনের তাদের কষ্ট বেশী কিন্তু সত্যিটা হল বিপরীত। তথাকথিত কঠিন হৃদয়ের মানুষের কষ্টগুলো হয় বেশী গভীর।

কারন কষ্ট সবারই লাগে কিন্তু প্রথম শ্রেণী যেহেতু এটার প্রকাশ ঘটায় তাই তারা কিছুটা শান্তি পেতে পারে কিন্তু দ্বিতীয় শ্রেণী সেই প্রকাশের মাধ্যমে মুক্তিটাও পায় না। তাদেরটা জমতে থাকে আর ভারী হতে থাকে।

আর এই বোঝা ভারী হয়ে যখন বইতে পারে না তখন অনিচ্ছা সত্ত্বেও মাঝে মাঝে কিছু প্রকাশ পায়। আমরা হয়তো কখনো সামান্য কিছুতে তার খারাপ আচরন দেখবো কিন্তু এটা অজানাই থেকে যায়, তার এমন আরো অনেক ঘটনা রয়েছে। সবগুলো লুকাতে গিয়েই সামান্য প্রকাশ পেয়েছে। মূলত যা প্রকাশ পাওয়ার কথা তার তুলনায় এটা কিছুই না।

উদাহরন স্বরূপ বলা যায়, যেকোন ধরনের একটি সম্পর্কের মাঝে দেখা গেল একপক্ষ বললো, "আমি আর তোর/তোমার/আপনার সাথে সম্পর্ক/ যোগাযোগ রাখতে চাচ্ছি না।"

এর প্রতিক্রিয়ায় প্রথম শ্রেণী খুব দিশেহারা হয়ে যাবে অনেক কথা বলবে আর দ্বিতীয় শ্রেণী চুপ করে শুধু বলবে, "আচ্ছা ঠিক আছে"।
 "অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর" প্রবাদটির যথার্থ প্রয়োগ এক্ষেত্রেই পাওয়া যায়।

বাহ! কত সহজ মনে হল তাইনা? বিন্দুমাত্র মমতা থাকলে কি এভাবে বলতে পারে? আসলে সে খুব সহজে বলেছে নাকি বোবাকান্নায় বুকফাটা আর্তনাদ চেপে রেখে বলেছে তা বোঝার মত সামর্থ্য আপনার আমার নেই। যদি তার প্রকাশ এবং মনের অবস্থা বাইরে থেকে দেখা যেত তাহলে পৃথিবীর সমস্ত আবেগ এর কাছে মুল্যহীন দেখাত।

না না, সে পাগলামি করবে না, উত্তেজিত হবে না। কারন তার সে এতটাই দুঃখ পাবে যে তার উত্তেজনার শক্তিটাও থাকবে না। আবার এত কিছুর পরেও হয়তো সে সবার সামনে স্বাভাবিক থাকবে, তাকে থাকতে হবে।

নিজে পুড়ে ছাই হয়েও আবার অন্যের আগুন নিভাতে তার যেতে হবে।
নরম মনের মানুষ নিজের আবেগ পদ্য কবিতা দিয়ে প্রকাশ করতে পারে, সবাইকে বুঝাতে পারে। আর এই কঠিন মনের খারাপ মানুষগুলো এতই খারাপ যে তাদের সেই কবিতার মাধ্যমে নিজেকে প্রকাশের শক্তিটাও থাকে না।

তাঁরপরও তাকে এই গদ্যময় জীবন নিয়েই হাসির মাধ্যমে নিজেকে পদ্যময় রাখে তারা, তাদের রাখতে হয়, রাখার অভিনয় করতে হয়।।

        Writer - Nazmul Hossain. [7Jul 15]
        Co-Founder - Jajabor Productions
        & Founder - Youth Xpress

Comments

জনপ্রিয় স্ট্যাটাস↓