আমরা বোধহয় সব সময় ভুল মানুষকে ভালবাসি - Zunayed Evan



এই শীতে যে মানুষটা সারা রাত ফোনে কথা বলে এক ধরনের ফ্যান্টাসীতে চলে যাচ্ছে…
আগামী শীতেই সে মানুষটা ফোন ওয়েটিং পেয়ে হাত কেটে ফেলবে…

যে তোমাকে ঠকাতে চাইবে তুমি যাই করো না কেন ;সে তোমাকে ঠকাবেই। এখন ব্যাপারটা তোমার হাতে।
বিশ্বাস করে ঠকতে চাও নাকি অবিশ্বাস করে???

…..এ বছর যত মানুষ ধানমন্ডি লেকে সিমেন্টের চেয়ারে বসে প্রেম করছে… রেস্তোরাঁয় বসে চুমো খাচ্ছে… দু দিন দেখা না হবার কারণে যে বাবুটা হেড ফোন লাগিয়ে ডেনভার শুনছে…

…….সেই মানুষ গুলোই পরের বছর সিমেন্টের চেয়ারে বসে ; একি কথা বলবে অন্য কাউকে নিয়ে… সুপারি গাছের পাতার ফাঁক দিয়ে আঙুল বাকিয়ে যেভাবে তোমাকে তারা গুনে দিত…

ঠিক সেই কাজটিই করবে অন্য কারো সাথে…

যে গানটা শুনিয়ে তোমাকে কাঁদিয়ে দিত ; সেই গানটাই হাতিয়ার হিসেবে সে বার বার ব্যাবহার করবে…

আমরা বোধহয় সব সময় ভুল মানুষকে ভালবাসি…

……চোখের দিকে তাকিয়ে নিষ্পাপ ভাবে যে হাতটা তোমাকে ধরে রেখেছে… আগামীকাল সে অবশ্যই তোমার হাত টা ছেড়ে দিবে…

অবশ্যই বলছি কারণ শতকরা ৮২ ভাগ ক্ষেত্রে এমনটাই হয়… বাংলাদেশে মাত্র ১৮ ভাগ মানুষ প্রেমে সফল হয়…

মৃত মানুষকে ভুলে যেতে আমাদের যত সময় লাগে তার চেয়ে অনেক বেশি সময় লাগে জীবিত মানুষকে ভুলে যেতে…

মৃত্যু মানুষকে বিনাশ করে দেয়… আশা এবং অপেক্ষা থাকে না… শুধু আক্ষেপ থাকে…

যে মানুষ গুলো হারিয়ে যায় তাদের ভোলা যায় না – পৃথিবীতে কোন মানুষই আসলে হারায় না… কোথাও না কোথাও ঠিকই তো আছে…

শুধু এক সময় আর খুঁজে পাওয়া যায় না !
              Writer - Zunayed Evan

Comments

Post a Comment

ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।

জনপ্রিয় স্ট্যাটাস↓