নেমেসিস By Fossils

শেষবার যদি সুযোগ দিই তোমায়
বলো তুমি বদলে যাবে তো
বলো দিশা ফিরে পাবে তো ভাল হওয়ার
নাকি সন্ধ্যায় রাস্তায় দাঁড়িয়ে
কোনও ছুতোয় বাজারদর বাড়িয়ে
বন্ধক দেবে শয়তানকে কালো আত্মা তোমার
জানি না সবাই তোর মতন কি না
অর্থাৎ তোর মতো হৃদয়হীনা

মাঝে মাঝে দুঃখ হয় ভেবে তুই মানুষ হলি না
নেশা আর পেশা এক হয়ে গেছে তোর
কালশিটে চোখে জেগে জেগে রাত ভোর
তোকে ভেবে আগে কাঁদতাম আজকাল ভাবতে পারি না

ঠিক কোন স্বর্গের সিঁড়িতে পা ফেলে
আজ তুই উড়বি ভেবেছিস, ঠোঁটে শিস

আজ তোর হয়তো জানা নেই
দৃষ্টান্ত আছে সামনেই
একদম শেষে হানা দেয় নেমেসিস
ঠিক কোন স্বর্গের সিঁড়িতে পা ফেলে
আজ তুই ডানা মেলেছিস, ঠোঁটে শিস

সময় নিজের খেয়ালে
স্পষ্ট লিখছে দেওয়ালে
তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস
তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস

তোকে ধ্বংস করতে আসছে

মেশে অমৃত জলে আর্সেনিক
তবু প্রেরিত পুরুষ বা দার্শনিক
তোর উদ্ধারকার্যে হায় কোন তাগিদে হাত বাড়ায়
মেশে অমৃত জলে আর্সেনিক
তবু প্রেরিত পুরুষ বা দার্শনিক
তোর উদ্ধারকার্যে হায় কোন তাগিদে হাত বাড়ায়
ডাকিনীবিদ্যা থাবা মারে চেতনায়

বেশ্যাবৃত্তি দুপুরের বিছানায়

বেশ তো ছিলাম তোকে আদরের ব্যস্ততায়

ঠিক কোন নিষিদ্ধ বিষাক্ত আপেলে

আজ তুই বন্য দাঁতে চিহ্ন রেখেছিস
সময় আমার তরফে
লিখছে স্পষ্ট হরফে
তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস
ঠিক কোন স্বর্গের সিঁড়িতে পা ফেলে
আজ তুই ডানা মেলেছিস, ঠোঁটে শিস
সময় নিজের খেয়ালে
স্পষ্ট লিখছে দেওয়ালে
তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস
তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস
তোকে ধ্বংস করতে আসছে
নেমেসিস
নেমেসিস
নেমেসিস
নেমেসিস

Comments

জনপ্রিয় স্ট্যাটাস↓