ঘৃণা | Ghreena | Fossils | Fossils6 | Rupam Islam

Song Info :-
Song : Ghreena | ঘৃণা
Vocal : Rupam Islam
Band : Fossils [Kolkata]
Album : Fossils 6
Video S. : Arfan Antor


Song Lyrics :-

ঘৃণা ঘৃণা ঘৃণা
আজ থেকে আর তোকে ভালবাসি না
ঘৃণা ঘৃণা শুধু ঘৃণা
আজ থেকে আর তোকে ভালবাসি না
ভালবাসা মরীচিকার নিষিদ্ধ হয়রানি
জানি জানি আমি জানি

আমার অণু পরমাণু সবাই জানে
কিছু মেলে না ধরে নেওয়ায় আর অনুমানে
অনুপ্রেরণার বেনোজলে বান আসে
চোখ ভাসে মন ভাসে মহাকাশে

ঘৃণা ঘৃণা দেবো ঘৃণা
ভেবে দেখো ইন্সপায়ার্ড হবে কিনা
ঘৃণা ঘৃণা দেবো ঘৃণা
ভেবে দেখো ইন্সপায়ার্ড হবে কিনা
হৃদয়ে গুজব এই মগজ এক পোড়ো বাড়ি
একা খেয়াল নোনা দেওয়াল আমি তার-ই

রোজ রাতে একা শুতে তাই ভয় লাগে
তাই খুঁজি অশরীরী আগে-ভাগে
কত কথা বলি যা-তা ভূতেদের সাথে
মাঝরাতে বিছানাতে ছলনাতে

ঘৃণা ঘৃণা ঘৃণা
ক্লান্ত শরীরে পাশ ফিরে শুয়ে ঘৃণা
ঘৃণা ঘৃণা তবু ঘৃণা
ক্লান্ত শরীরে পাশ ফিরে শুয়ে ঘৃণা
ঘেন্না লাগে তাই রাগে সব ছেড়ে ছুড়ে
দূরে দূরে চলি দূরে
দূরে দূরে বহু দূরে
দূরে দূরে আরও দূরে
চলি দূরে দূরে...



Comments

Post a Comment

ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।

জনপ্রিয় স্ট্যাটাস↓