দুঃখ করো না, বাঁচো - নির্মলেন্দু গুণ






দুঃখ করো না,  বাঁচো


দুঃখকে স্বীকার করো না, –সর্বনাশ হয়ে যাবে ।

দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভ’রে বাঁচো।

বাঁচার আনন্দে বাঁচো ।

বাঁচো, বাঁচো এবং বাঁচো ।

জানি মাঝে-মাঝেই তোমার দিকে হাত বাড়ায় দুঃখ,

তার কালো লোমশ হাত প্রায়ই তোমার বুক ভেদ করে চলে যেতে চায়,

তা যাক, তোমার বক্ষ যদি দুঃখের নখরাঘাতে ছিন্নভিন্ন হয়;

যদি গলগল করে রক্ত ঝরে,

তবু দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও না মুহূর্তের তরে ।

তার সাথে করমর্দন করো না, তাকে প্রত্যাখান করো ।

অনুশোচনা হচ্ছে পাপ, দুঃখের এক নিপুণ ছদ্মবেশ ।

তোমাকে বাঁচাতে পারে আনন্দ ।

তুমি তার হাত ধরো,

তার হাত ধরে নাচো, গাও, বাঁচো, ফুর্তি করো ।

দুঃখকে স্বীকার করো না, মরে যাবে, ঠিক মরে যাবে ।

যদি মরতেই হয় আনন্দের হাত ধ’রে মরো।

বলো, দুঃখ নয়, আনন্দের মধ্যেই আমার জন্ম,

আনন্দের মধ্যেই আমার মৃত্যু, আমার অবসান ।


নির্মল সমগ্র :-

কবিতা'য় নির্মলেন্দু :-



    আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-


    [বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে!  তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]

    আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
    ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।

    আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
    :- FB//আরফান অন্তর
    :- TW//Arfan Antor

    Comments

    জনপ্রিয় স্ট্যাটাস↓