হোটেলের ঘরে একজন - জয় গোস্বামী
তোরা সব উঠে গেলি পাহাড়ে ঝোলানো সরু ব্রীজে-
তোদের ধূসর জামা, ছেঁড়া-ছেঁড়া নীল-সাদা টুপি
ভেসে ভেসে এলো আর হোটেলের সারাঘর ভিজে-
প্যাগোডার মতো ছাদ – তার পাশ দিয়ে চুপি চুপি
এমন বিব্রত, সিক্ত ঘরখানি লক্ষ করে তিনখানি ঝাউ ।
সার বেঁধে উঠে যাওয়া পাইনের সবুজ রিবনে
যে-কটি জলের কণা ছিল, তারা হাওয়া লেগে বাতাসে উধাও …
এমন বাতাস যার কোনোদিন ওঠেনি জীবনে
সে দ্যাখে : আকাশ থেকে নেমে এসে একজন লামা
মুন্ডিত মাথায় একা বসেছেন তাঁর শুভ্র মঠের শিখরে
রূপোলী ঝলকে জ্বলছে দূরের ঝুলন্ত ব্রীজ, ভাসমান নীল-সাদা জামা
একজন মুগ্ধ শুধু বসে আছে হোটেলের ঘরে ।
জয় সমগ্র :-
কবিতা'য় জয় :-
- স্বপ্নে - জয় গোস্বামী
- ঈশ্বর আর প্রমিকের সংলাপ - জয় গোস্বামী
- মালতীবালা বালিকা বিদ্যালয় - জয় গোস্বামী
- জলহাওয়ার লেখা - জয় গোস্বামী
- যে ছাএীটি নিরুদ্ধেশ হয়ে যাবে - জয় গোস্বামী
- একটি দুর্বোধ্য কবিতা - জয় গোস্বামী
- হৃদি ভেসে যায় অলকানন্দা জলে - জয় গোস্বামী
- স্নান - জয় গোস্বামী
- হোটাল ঘরে একজন - জয় গোস্বামী
- মেঘবালিকার জন্য রুপকথা - জয় গোস্বামী
- আজ যদি আমাকে জিগ্যেস করো - জয় গোস্বামী
আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-
[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে! তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানা'য়.com]
আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
Comments
Post a Comment
ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।