জীবনী - জয় গোস্বামী (১৯৫৪-১৯৮৯)
জয় গোস্বামী (নভেম্বর ১০, ১৯৫৪) বাংলা ভাষার একজন প্রখ্যাত আধুনিক কবি। পশ্চিমবঙ্গবাসী ভারতীয় এই কবি উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি হিসাবে পরিগণিত।
জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি।
ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন। জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়।
সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন।
এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি চির নিদ্রায়শ্বায়িত হন ।
ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য আকাডেমি পুরস্কার লাভ করেন।
জয় সমগ্র :-
কবিতা'য় জয় :-
- স্বপ্নে - জয় গোস্বামী
- ঈশ্বর আর প্রমিকের সংলাপ - জয় গোস্বামী
- মালতীবালা বালিকা বিদ্যালয় - জয় গোস্বামী
- জলহাওয়ার লেখা - জয় গোস্বামী
- যে ছাএীটি নিরুদ্ধেশ হয়ে যাবে - জয় গোস্বামী
- একটি দুর্বোধ্য কবিতা - জয় গোস্বামী
- হৃদি ভেসে যায় অলকানন্দা জলে - জয় গোস্বামী
- স্নান - জয় গোস্বামী
- হোটাল ঘরে একজন - জয় গোস্বামী
- মেঘবালিকার জন্য রুপকথা - জয় গোস্বামী
- আজ যদি আমাকে জিগ্যেস করো - জয় গোস্বামী
আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-
[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে! তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানা'য়.com]
আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
Akzon valo lekhok ♥️
ReplyDelete