নিষিদ্ধ সম্পাদকীয় - হেলাল হাফিজ


এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় ।
মিছিলের সব হাত, সব কণ্ঠ, সব পা এক নয় । 
সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,
কেউ আসে রাজপথে সাজাতে সংসার কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার ।
শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে,
কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায়  মোহরের প্রিয় প্রলোভনে ।
কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনী হতে হয় ।
যদি কেউ ভালোবেসে খুনী হতে চান তাই হয়ে যান উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় ।

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় ।


হাফিজ সমগ্র :-
কবিতা'য় হাফিজ :-


    আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-


    [বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে!  তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]



    আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
    ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।

    আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
    :- FB//আরফান অন্তর
    :- TW//Arfan Antor

    Comments

    1. অসাধারণ একটা কবিতা

      ReplyDelete

    Post a Comment

    ধন্যবাদ,
    আপনার মতামতে'র জন্য।

    জনপ্রিয় স্ট্যাটাস↓