কমল-কাঁটা - কাজী নজরুল ইসলাম
আজকে দেখি হিংসা-মদের মত্ত-বারণ-রণে
জাগ্ছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে।
উঠল কখন ভীম কোলাহল,
আমার বুকের রক্ত-কমল কে ছিঁড়িল-বাঁধ-ভরা জল শুধায় ক্ষণে ক্ষণে।
ঢেউ-এর দোলায় মরাল-তরী নাচ্বে না আন্মনে।।
কাঁটাও আমার যায় না কেন, কমল গেল যদি!
সিনান-বধূর শাপ শুধু আজ কুড়াই নিরবধি!
আস্বে কি আর পথিক-বালা?
প’রবে আমার মৃণাল-মালা?
আমার জলজ-কাঁটার জ্বালা জ্ব’লবে মোরই মনে?
ফুল না পেয়েও কমল-কাঁটা বাঁধবে কে কঙ্কণে?
জাগ্ছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে।
উঠল কখন ভীম কোলাহল,
আমার বুকের রক্ত-কমল কে ছিঁড়িল-বাঁধ-ভরা জল শুধায় ক্ষণে ক্ষণে।
ঢেউ-এর দোলায় মরাল-তরী নাচ্বে না আন্মনে।।
কাঁটাও আমার যায় না কেন, কমল গেল যদি!
সিনান-বধূর শাপ শুধু আজ কুড়াই নিরবধি!
আস্বে কি আর পথিক-বালা?
প’রবে আমার মৃণাল-মালা?
আমার জলজ-কাঁটার জ্বালা জ্ব’লবে মোরই মনে?
ফুল না পেয়েও কমল-কাঁটা বাঁধবে কে কঙ্কণে?
কবিতা'য় নজরুল :-
- পূজারিনী - কাজী নজরুল ইসলাম
- রাখীবন্ধন - কাজী নজরুল ইসলাম
- কামাল পাশা - কাজী নজরুল ইসলাম
- কমল কাঁটা - কাজী নজরুল ইসলাম
- কারার ঐ লৌহ কপাট - কাজী নজরুল ইসলাম
- অ-নামিকা - কাজী নজরুল ইসলাম
- পলাতক - কাজী নজরুল ইসলাম
- এক আল্লাহ জীন্দাবাদ - কাজী নজরুল ইসলাম
- ঈশ্বর - কাজী নজরুল ইসলাম
- অভিশাপ - কাজী নজরুল ইসলাম
- নারী - কাজী নজরুল ইসলাম
- বিদ্রোহী - কাজী নজরুল ইসলাম
- কান্ডারি হুশিয়ার - কাজী নজরুল ইসলাম
- আজ সৃষ্টি সুখের উল্লাসে - কাজী নজরুল ইসলাম
- বিদায় বেলায় - কাজী নজরুল ইসলাম
- মানুষ - কাজী নজরুল ইসলাম
আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-
০কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
০জয় গোস্বামী ও তার জনপ্রিয় কবিতা
০আল মাহমুদ ও তার জনপ্রিয় কবিতা
০শ্রেষ্ঠ ক'জন বাঙালি লেখক
[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে! তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]
আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।
০কাজী নজরুল ইসলাম ও তার জনপ্রিয় কবিতা
০জয় গোস্বামী ও তার জনপ্রিয় কবিতা
০আল মাহমুদ ও তার জনপ্রিয় কবিতা
০শ্রেষ্ঠ ক'জন বাঙালি লেখক
[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে! তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]
আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
Comments
Post a Comment
ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।