বিষয়ী দর্পণে আমি - আল মাহমুদ

ক’বার তাড়িয়ে দিই, কিন্তু ঠিক নির্ভুল রীতিতে

আবার সে ফিরে আসে ঘড়ির কাঁটার মতো ঘুরে 

তার সেই মুখখানি কুটিল আয়না হয়ে যায়
নিজেকে বিম্বিত দেখি যেন সেই মুহূর্তেমুকুরে।

ভয়াবহ ভূতের আর্শিতে 
আমাকে পশুর মতো মনে হতে থাকে।  

ধূসর হাওয়ায় পাশব কেশর ওড়ে,
অনাচারী বিষয়ী নখর
নষ্ট করে গাছপালা নারীশিশু জনতা শহর!
কখনো অসৎ থাবা অকস্মাৎ উত্তোলিত হলে 
দেখি সেই বিম্বিত পশুর 

দর্পিত হিংস্র‍ চোখ আমাকেই লক্ষ করে জ্বলে; 

চিবুক লেহন করে, সে অলীক মহূর্তের ক্র‍োধ 
জয় করে দেখি আমি, 
কেবলই আমার মধ্যে এক 
শিশু আর পশুর বিরোধ।

মাহমুদ সমগ্র :-

কবিতা'য় মাহমুদ :-



আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-


[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে!  তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানা'য়.com]

আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।

আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor

Comments

জনপ্রিয় স্ট্যাটাস↓