হৃদয়ের ঋণ - হেলাল হাফিজ
আমার জীবন ভালোবাসাহীন গেলে
কলঙ্ক হবে
কলঙ্ক হবে তোর,
খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে
বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে।
শর্তবিহীন হাত গচ্ছিত রেখে
লাজুক দু’হাতে আমি কাটাবো উজাড় যুগলবন্দী
হাত অযুত স্বপ্নে।
শুনেছি জীবন দামী,
একবার আসে,
তাকে ভালোবেসে যদি অমার্জনীয় অপরাধ হয় হোক,
ইতিহাস দেবে অমরতা
নিরবধি আয় মেয়ে গড়ি চারু আনন্দলোক। দেখবো দেখাবো পরস্পরকে খুলে যতো সুখ
আর দুঃখের সব দাগ,
আয় না পাষাণী একবার পথ ভুলে পরীক্ষা হোক
কার কতো অনুরাগ।
আরো'ক জন বাঙালি কলম যোদ্ধা :-
[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে! তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]
আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
Comments
Post a Comment
ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।