সওা By James

Song Info :-
Singer : James [Nagar Baul]
Movie : Satta
Lyrics : Shohani Hossain
Music : Bappa Muzumder



Song Lyrics :-

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই ,
সকাল_দুপুর_রাতে ||


আগুন জ্বেলেও পুড়লাম আমি
দিলাম তাতে ঝাপ ,
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ ||



তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই ,
সকাল_দুপুর_রাতে |


তোর কারনে ভুললাম আমি
গোত্র জাতি কুল , 
কাঁটার সাথে করলাম সন্ধি ,
পায়ে পিষে ফুল ||


কেমন করে সইবো আমি
প্রেম আগুনের ত্রাস ,
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ ||


পথ হারানো পথিক হলাম
সব হারিয়ে নিঃস্ব,
তোর আমার এই প্রেমের
কি দাম দেবে বিশ্ব  ||


প্রেমের নামে কিনলাম আমি
নিঠুর অভিশাপ ,
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ ||


তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই ,
সকাল_দুপুর_রাতে |


For More Rock|Metal Song, In This Way ↓

কবি ও কবিতা'র জন্য [নির্মলেন্দু,রুদ্র,গোস্বামী,শহীদুল্লাহ ETC]

For Internet|Outsourcing |YouTube Support ↓

[বি.দ্র. :- আপনার লেখা কবিতা কিনবা গল্প, যদি আপনি চান পড়ুক লোকে!  তবে এখুনি, আপনার ব্যক্তিগত পরিচয় লিখে Email করুন এই ঠিকানায়.com]



আপনার প্রিয় লেখক/লেখিকা'র কবিতা কিনবা গল্প অথবা প্রিয় মেটাল|রক ব্যান্ড'স এর গান কিনবা গানের লিরিক্স, পেতে চাইলে আমাদের জানান Comment Box - এ আমরা অবশ্যই আপনার পছন্দ, সংগ্রহ করবো।
ধন্যবাদ প্রিয় পাঠক/পাঠিকা।

আমার সাথে Facebook,Twitter,YouTube এ যুক্ত হতে চাইলে
:- FB//আরফান অন্তর
:- TW//Arfan Antor
:- YouTube.Com

Comments

জনপ্রিয় স্ট্যাটাস↓