তবু দূর আকাশের চাঁদ হাসে By fossils
তবু দূর আকাশের চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবে
পেলে তোমাকে শুধু তোমাকে
একদিন তুমি এসে ছিলে
একদিন ভালোবেসে ছিলে
ভালোবেসে ছিলে হেসে ছিলে
তারপরে কি হল তা জানি না
পরদিন দেখি ভালোবাসা নেই
তোমার সে যাওয়া আর আসা নেই
তারপর থেকে শুধু স্বপনেই
দেখি তোমাকে বাস্তবে না
একদিন তুমি এসে ছিলে
একদিন ভালোবেসে ছিলে
ভালোবেসে ছিলে হেসে ছিলে
তারপরে কি হল তা জানি না
পরদিন দেখি ভালোবাসা নেই
তোমার সে যাওয়া আর আসা নেই
তারপর থেকে শুধু স্বপনেই
দেখি তোমাকে বাস্তবে না
তবু দূর আকাশের চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবেই
পেলে তোমাকে শুধু তোমাকে
তবু দূর আকাশের চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবেই
পেলে তোমাকে শুধু তোমাকে
তবু দূর আকাশের চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবেই
পেলে তোমাকে শুধু তোমাকে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবে
পেলে তোমাকে শুধু তোমাকে
একদিন তুমি এসে ছিলে
একদিন ভালোবেসে ছিলে
ভালোবেসে ছিলে হেসে ছিলে
তারপরে কি হল তা জানি না
পরদিন দেখি ভালোবাসা নেই
তোমার সে যাওয়া আর আসা নেই
তারপর থেকে শুধু স্বপনেই
দেখি তোমাকে বাস্তবে না
একদিন তুমি এসে ছিলে
একদিন ভালোবেসে ছিলে
ভালোবেসে ছিলে হেসে ছিলে
তারপরে কি হল তা জানি না
পরদিন দেখি ভালোবাসা নেই
তোমার সে যাওয়া আর আসা নেই
তারপর থেকে শুধু স্বপনেই
দেখি তোমাকে বাস্তবে না
তবু দূর আকাশের চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবেই
পেলে তোমাকে শুধু তোমাকে
তবু দূর আকাশের চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবেই
পেলে তোমাকে শুধু তোমাকে
তবু দূর আকাশের চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবেই
পেলে তোমাকে শুধু তোমাকে
Comments
Post a Comment
ধন্যবাদ,
আপনার মতামতে'র জন্য।